কিডনি রোগী কল্যাণ সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

8

ভালো নেই দেশের কিডনি রোগীরা। নিরব ঘাতক কিডনি বিকল রোগে ঝরে পড়ছে হাজারো জীবন। কেউ মরছে রোগ ধরা পড়ার আগেই, কেউবা মরছে অর্থাভাবে বিনা চিকিৎসায়। পরিস্থিতি যতই উদ্বেগজনক হউক করণীয়-প্রতিকার-প্রস্তুতি চলছে ঢিলেতালে ও গতানুগতিক। কিডনি রোগী কল্যাণ সংস্থার উদ্যোগে বিশ্ব কিডনি দিবস-২০২৩ ও সংস্থার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। গত ১০ মার্চ বিকেল ৫টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বর থেকে সংস্থার সদস্য কিডনি রোগী ও স¦জনদের র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিডনি রোগ বিশেষজ্ঞ ডা. আবদুস সালাম ওসমানী। সৈয়দ মোহাম্মদ মুস্তাকিম’র কন্ঠে আল-কোরআন থেকে তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে সভার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।
কিডনি রোগী কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা ও সভাপতি এস.এম জাহেদুল হক এর সভাপত্বিতে অনুষ্ঠানে বক্তব্য দেন ডা. রফিকুল হাসান, আইনজীবী জিয়া হাবীব আহ্সান, আমেরিকার নাগরিক কাশেম চৌধুরী, সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক শাব্বির আহমেদ, চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ্, ব্যাংকার মো. ইব্রাহিম, এড. মো. আনোয়ার, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের এজিএম এন্ড কো-অর্ডিন্টের আমান উল্লাহ্ আমান, কিডনি ডায়ালাইসিস রোগী প্রফুল্ল কুমার নাথ, মো. মাসুদ, আজীবন সদস্য মোহাম্মদ আলমগীর প্রমুখ। অনুষ্ঠানে কিডনি রোগী কল্যাণ সংস্থার পক্ষ থেকে ২২ জন হতদরিদ্র রোগীর হাতে চিকিৎসা সহায়তার চেক হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তি