‘কিছু কথা কিছু সুর’

11

 

চাটগাঁইয়া নওজোয়ান সংগীত একাডেমি আয়োজিত সংগীত সন্ধ্যা ‘কিছু কথা কিছু সুর’ গত ১১ অক্টোবর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংগঠনের সভাপতি জামাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এস এম সরোয়ার, বিশেষ অতিথি ছিলেন চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, ডিমস অব আর্টিস্টের পরিচালক শামসুল হুদা শাওন, সংগঠনের সাধারণ সম্পাদক আহিল সিরাজ, পরিচালক রেজাউল করিম মানিক।
অনুষ্ঠান প্রবীর পালের সঞ্চালনায় ও শিপন দাশের সমন্বয়ে আমন্ত্রিত শিল্পীবৃন্দ হলেন জানে আলম জনি, রুপনা হক, উম্মে কাওছার নিঝুম, মনিরুল হক। এছাড়াও সংগঠনের সদস্যবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এস এম সরোয়ার বলেন, পাহাড় সমুদ্র সবুজে ঘেরা এই চট্টগ্রামে সাংষ্কৃতি লালনে চাটগাঁইয়া নওজোয়ানের মতো সংগঠন অতীব প্রয়োজন। একজন শিল্পী তৈরি করতে যে পরিমাণ শ্রম ও মেধা প্রয়োজন সবই এই সংগঠনের আছে বলে আমি মনে করি, তারই সমন্বয়ে এগিয়ে যাবে বলে আশাকরি।