কিউবায় জ্বালানির ট্যাংকে বজ্রপাতের পর ভয়াবহ আগুন

11

কিউবার মাতানজাসের একটি ডিপোতে জ্বালানি সংরক্ষণ করা একটি ট্যাংকে বজ্রপাত আঘাত হানার পর সৃষ্ট ভয়াবহ আগুনে অন্তত একজন নিহত ও শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার দ্বিতীয় দিন ধরে জ্বলতে থাকা এই ‘তেলখেকো’ আগুন নিয়ন্ত্রণে মেক্সিকো ও ভেনেজুয়েলা সাহায্যকারী দলও পাঠিয়েছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
শুক্রবার সন্ধ্যায় হাভানার ৬০ মাইল পূর্বের স্থাপনাটিতে থাকা ৮টি ট্যাংকের একটিতে বজ্রপাত আঘাত হানে। আগুন ছড়িয়ে পড়ার পর শনিবার সকালে দ্বিতীয় আরেকটি ট্যাংকও বিস্ফোরিত হয়। বাতাসের সাহায্য নিয়ে বিস্তৃত হওয়া আগুন তৃতীয় আরেকটি ট্যাংক থেকেও বিপজ্জনক দূরত্বে অবস্থান করছে। ‘জটিল এ পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে সহায়তা করার প্রস্তাব দেওয়ায় মেক্সিকো, ভেনেজুয়েলা, রাশিয়া, চিলির সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। যুক্তরাষ্ট্র যে কারিগরি পরামর্শ দিতে চেয়েছে, তাকেও স্বাগত জানাচ্ছি আমরা,’ ট্ইুটারে বলেছেন কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস-কানেল।