কাস্টসম ও ভ্যাট আন্তঃক্লাব বার্ষিক ক্রীড়া

59

বাংলাদেশ কাস্টমস ক্রীড়া পরিষদ আয়োজিত কাস্টসম ও ভ্যাট বিভাগের ১৯তম আন্তঃক্লাব বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল (শনিবার ) নগরীর সাগরিকাস্থ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়েছে। ৫ স্বর্ণসহ দলীয় সর্বাধিক পদক পেয়ে প্রতিযোগিতায় চট্টগ্রাম কাস্টমস হাউজ ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতার আকর্ষণীয় ইভেন্ট রাজস্ব কর্মকর্তাদের (৪০ উর্ধ্ব) ১০০ মিটার স্প্রিন্টে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট রাজশাহী ক্লাবের আইয়ুব ও চট্টগ্রাম কাস্টমস হাউজ ক্লাবের শর্মিষ্ঠা রায় প্রথম হয়ে দ্রæততম মানব-মানবী হন। সকাল ১০টায় প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বিশেষ অতিথি ছিলেন।
বাংলাদেশ কাস্টমস ক্রীড়া পরিষদের সভাপতি ও জাতীয় রাজস্ব বোর্ড সদস্য খন্দকার মুহাম্মদ আমিনুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রতিযোগিতার স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান রাজস্ব বোর্ড সদস্য সৈয়দ গোলাম কীবরিয়া ও কাস্টমস ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি এবং অর্থনৈতিক উপদেষ্টার সহধর্মীনিসহ জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ও অবসরপ্রাপ্ত কমিশনাররা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। সাবেক জাতীয় দুই কৃতি অ্যাথলেট কাস্টমস বিভাগের রাজস্ব কর্মকর্তা মাসুমা সামিয়া শীলা ও রাজস্ব কর্মকর্তা সমর রঞ্জন কর অলিম্পিক মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন। এছাড়া প্রতিযোগীদের পক্ষে সাবেক জাতীয় অ্যাথলেট রাজস্ব কর্মকর্তা শর্মিষ্ঠা রায় ও রওনকুল ইসলাম এবং বিচারকদের পক্ষে অবসরপ্রাপ্ত সহকারী কমিশনার জাফরুল আমিন শাহীন শপথ নেন। প্রতিযোগিতায় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের বিভিন্ন কমিশনারেটসহ অধিদপ্তর ও রাজস্ব বোর্ড দলের এক হাজারের বেশি ক্রীড়াবিদ অংশ নেন। এ আসরের অন্তর্র্ভূক্ত টেনিস প্রতিযোগিতায় এককে মংলা কাস্টমস হাউজ ক্লাবের নুরুল আলম বাবুল চ্যাম্পিয়ন ও প্রণয় চাকমা রানার-আপ এবং দ্বৈতে নুরুল আলম বাবুল-প্রণয় চাকমা জুটি চ্যাম্পিয়ন ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ক্লাব চট্টগ্রামের সৈয়দ গোলাম কীবরিয়া-কামরুজ্জামান জুটি রানার্স-আপ হন। ভলিবলে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ক্লাব ঢাকা পশ্চিম চ্যাম্পিয়ন ও কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ক্লাব চট্টগ্রাম রানার্স-আপ হয়েছে।