কাস্টম হাউসের রাসায়নিক পরীক্ষাগারে আগুন

59

নগরীর কাস্টম হাউসের রাসায়নিক পরীক্ষাগার ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে একটি দল।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাসায়নিক পরীক্ষাগার ভবনের নিচতলায় কম্পিউটার ও বিভিন্ন নথিপত্রে আগুন লাগে। আগুন লাগার পরপরই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কম্পিউটার ও নথিপত্র বের করে আনেন ভবনে থাকা লোকজন। ওই ভবনে একটি ব্যাংকের শাখা, রাসায়নিক পরীক্ষাগার, নমুনা শাখা, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের সার্ভারসহ গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে।