কাশ্মীর ইস্যু

20

কাশ্মিরের ভারতীয় বাহিনীর গুলিতে নিহত ২
কাশ্মিরের নিয়ন্ত্রণরেখায় ভারতীয় বাহিনীর গুলিতে দুই বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিয়ন্ত্রণরেখায় পাকিস্তান-ভারতের গোলাগুলির সময়ে তারা নিহত হন বলে জানিয়েছে ইসলামাবাদ। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।সোমবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, রবিবার ভারতীয় বাহিনী সীমান্তে বিনা উসকানিতে অস্ত্রবিরতি লঙ্ঘন করলে এ হতাহতের ঘটনা ঘটে। বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় ভারতের একজন কূটনীতিককে তলব করেছে ইসলামাবাদ। তার কাছে ভারতের অব্যাহত অস্ত্রবিরতি লঙ্ঘনের প্রতিবাদ জানানো হয়েছে। দিল্লির এ ধরনের আচরণকে আঞ্চলিক শান্তির জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছে ইসলামাবাদ।

জম্মুতে বিশ্ব হিন্দু পরিষদের র‌্যালি
ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরের জম্মুতে বাইক র‌্যালি করেছে দেশটির হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)। দলটির যুব সংগঠন বজরং দল-ও এ বিক্ষোভে অংশ নেয়। এদিকে এ বিক্ষোভের জেরে উপত্যকায় নতুন করে বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ও ইন্টারনেট সংযোগ। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
কাশ্মিরের স্বায়ত্তশাসন বাতিল করে রাজ্যটিকে ভেঙে দুই টুকরো করার ঘটনায় কয়েকদিন বেশ থমথমে ছিল উপত্যকা। গত ৫ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত অন্তত চার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বেশিরভাগকেই কাশ্মিরের বাইরে নিয়ে যাচ্ছে।

কাশ্মীরে আরও অস্থিরতার আশঙ্কা
স্কুলগুলো ফাঁকা
কাশ্মীর উপত্যকার প্রধান শহর শ্রীনগরের স্কুলগুলো খুললেও অভিভাবকরা তাদের সন্তানদের বাড়িতে রেখে দেওয়ায় স্কুলগুলোর অধিকাংশ শ্রেণিতেই কোনো শিক্ষার্থী ছিল না। সোমবার শ্রীনগরের স্কুলগুলো ঘুরে এমন দৃশ্য দেখেছেন বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের সাংবাদিকরা। তারা নগরীর দুই ডজনেরও বেশি স্কুল পরিদর্শন করে শ্রেণিক্ষগুলো ফাঁকা ও সেখানে অল্প কয়েকজন শিক্ষক-কর্মচারী উপস্থিত আছেন বলে দেখতে পেয়েছেন। জম্মু ও কাশ্মীরের স্বায়ত্তশাসন বিলোপ করার ভারত সরকারের সিদ্ধান্তে জেরে আরও অস্থিরতা দেখা দিতে বলে আশঙ্কা করছেন শ্রীনগরের বাসিন্দারা।