‘কাশ্মিরে অমরনাথ যাত্রায় হামলার পরিকল্পনা পাকিস্তান সেনাবাহিনীর’

43

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে হিন্দুদের ধর্মীয় উৎসব অমরনাথ তীর্থযাত্রায় পাকিস্তান সেনাবাহিনীর এক হামলার পরিকল্পনা নস্যাতের দাবি করেছে দেশটির নিরাপত্তাবাহিনী। বৃহস্পতিবার শ্রীনগরে হামলার পরিকল্পনার ‘প্রমাণ’ তুলে ধরা হয় নিরাপত্তাবাহিনীর এক যৌথ সংবাদ সম্মেলনে। হিন্দু ধর্মালম্বীদের কাছে পবিত্র একটি মন্দিরে দুটি বিপদসঙ্কুল পথে যাত্রা করাকেই অমরনাথ যাত্রা হিসেবে আখ্যায়িত করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। এক সপ্তাহ আগে জম্মু-কাশ্মিরে ১০ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার রাতে জানা যায়, উপত্যকায় আরও পঁচিশ হাজার সেনা মোতায়েন করতে যাচ্ছে দেশটির সেনাবাহিনী। তারও কিছুদিন আগে সেখানে মোতায়েন করা হয়েছিল ৩০ হাজার সেনা। ফলে উপত্যকায় এতো সেনা মোতায়েন নিয়ে প্রশ্ন উঠছিল। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মধ্যদিয়ে স্পষ্ট হলো বিপুল সংখ্যক সেনা মোতায়েনের নেপথ্য কারণ।
কাশ্মিরে মোতায়েন ভারতীয় সেনাবাহিনীর ফিফটিন কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ধিলো সংবাদ সম্মেলনে বলেন, কাশ্মিরে অমরনাথ যাত্রায় সন্ত্রাসী হামলা চালাতে সর্বশক্তি দিয়ে নেমেছে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের জঙ্গি সংগঠনগুলো। তাদের প্রত্যক্ষ মদত করছে পাকিস্তানের সেনাবাহিনী। মূলত সেই লক্ষ্য নিয়েই গত কয়েক দিন ধরে নিয়ন্ত্রণ রেখা পার করে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হঠাৎ বেড়ে গিয়েছে। লেফটেন্যান্ট ধিলো জানান, গত চার-পাঁচ দিন ধরে গোটা উপত্যকায় চিরুনি অভিযান শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী, আধা সামরিক বাহিনি ও জম্মু-কাশ্মিরের পুলিশ। বেশ কিছু সন্ত্রাসবাদীকে হত্যা করা হয়েছে, গ্রেফতার হয়েছে আরও কয়েক জন জঙ্গি। তাদের কাছ থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক এবং আইইডি উদ্ধার করা হয়েছে। জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা মার্কিন সংস্থার তৈরি পাকিস্তান সেনার অ্যাসল্ট ও স্নাইপার রাইফেল এবং পাকিস্তানের অর্ডিন্যান্স কোম্পানিতে তৈরি মাইন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের দেখান সেনাকর্তারা। অমরনাথ যাত্রার রুটের আশপাশ থেকেই জঙ্গিদের কাছ থেকে সেগুলো উদ্ধার হয়েছে। পরে জম্মু-কাশ্মির পুলিশের ডিরেক্টর জেনারেল দিলবাগ সিংহ জানান, এখনও পর্যন্ত ৩ লাখ ৪০ হাজার তীর্থযাত্রী অমরনাথ যাত্রায় গিয়েছেন। কোনও বিপদ আপদ এখনও হয়নি। তবে জঙ্গিরা আইইডি দিয়ে হামলা চালাতে চাইছে। আর এ কারণেই অমরনাথ যাত্রার দুটো রুটেই সেনা মোতায়েন ও তল্লাশি বাড়ানো হয়েছে।