কালুরঘাট সেতু নির্মাণ বিষয়ে মিথ্যাচার করছে বিএনপি

44

দক্ষিণ চট্টগ্রামের সংযোগস্থল নামে খ্যাত চট্টগ্রাম কালুরঘাট রেল সেতু দীর্ঘদিন যাবত অত্যন্ত জরাজীর্ণ হয়ে যাওয়ায় নতুন সেতু নির্মাণের দাবিতে এলাকার সংসদ সদস্য মাঈনুদ্দিন খান বাদল বিগত কয়েক বৎসর যাবত এলাকায় এবং সংসদে ব্যাপক জনমত গড়ে তুলেন। এর পরিপ্রেক্ষিতে শুধুমাত্র রেল সেতুর জন্য বাজেট হওয়ায় তা নাকচ করে দিয়ে কালুরঘাট রেলওয়ে সড়ক সেতু নির্মাণের প্রতিশ্রæতি আদায় ও বাজেট পাশ করানোর জন্য ব্যাপক যোগাযোগ ও তদবির চলাকালীন অবস্থায় হঠাৎ করে বিএনপি নেতা এরশাদ উল্লাহ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেন, কালুরঘাট সেতু নিয়ে বর্তমান সাংসদ প্রতারণা করছেন। বিএনপি নেতা এরশাদ উল্লাহর এ বক্তব্যে দক্ষিণ চট্টগ্রাম তথা বোয়ালখালীর সাধারণ মানুষ স্তম্বিত হয়ে যায়। যার প্রেক্ষিতে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট নেতৃবৃন্দ এ জঘন্য মিথ্যাচারের প্রতিবাদে গতকাল ৭ অক্টোবর সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব হলে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইছা। সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি আহমদ হোসেন, বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আব্দুল কাদের সুজন, কেন্দ্রীয় জাসদ নেতা মো. সৈয়দ, বোয়ালখালী জাসদ সভাপতি মনির খান, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ, জাসদ সাধারণ সম্পাদক ওবাইদুল্লাহ, সাবেক চেয়ারম্যান সিরাজুল হক বাদশা, সাবেক চেয়ারম্যান দিদারুল আলম, উপজেলা আওয়ামী লীগ নেতা এসএম হাসান, মাসুদ করিম চৌধুরী, মো. মাহমুদ উল্লাহ লিটন, উপজেলা যুবলীগ সভাপতি মো. সেলিম, মো. মাসুম ও বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফয়জুল আবেদীন প্রমুখ।
একে নেতৃবৃন্দ বলেন, সমালোচনাকে আমরা স্বাগত জানাই। কিন্তু সমালোচনার নামে ষড়যন্ত্রকে প্রত্যাখান করি। বিজ্ঞপ্তি