কালুরঘাট রেল কাম সড়ক সেতুকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার

92

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি’র সাথে মতবিনিময় করেছেন ঢাকাস্থ বোয়ালখালী সমিতির নেতৃবৃন্দ। গত ১০ অক্টোবর ঢাকাস্থ ন্যাম ভবন মোছলেম উদ্দিন আহমদ এমপি’র বাসভবন প্রাঙ্গণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ঢাকাস্থ বোয়ালখালী সমিতির সহ-সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান আনচারী, আসিফ সিকদার, কল্লোল দাশগুপ্ত, সাংবাদিক কুমার প্রীতিশ বল, মোজাম্মেল হক চৌধুরী, মো. মোহসীন, সুধীর চৌধুরী, রেজাউল করিম, আজাদ হোসেন প্রমুখ। এ সময় মোছলেম উদ্দিন আহমদ এমপি বলেন, শেখ হাসিনা সরকার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করছে, তারই ধারাবাহিকতায় বোয়ালখালী উপজেলায় রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হচ্ছে এবং এর সুফল পাচ্ছে বোয়ালখালীবাসী। আগামীতেও এর ধারাবাহিকা বঝায় থাকবে বলে জানান তিনি। তিনি আরো বলেন, বোয়ালখালী সহ দক্ষিণ চট্টগ্রামবাসীর বহু আকাক্সিক্ষত কালুরঘাট রেল কাম সড়ক সেতুটি বাস্তবে রূপ পাচ্ছে। চট্টগ্রামের কালুরঘাট রেল কাম সড়ক সেতুকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার। নতুন কালুরঘাট সেতুর নকশা তৈরির কাজ শেষ হলেই সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু হবে। বোয়ালখালীর উন্নয়ন জননেতা মোছলেম উদ্দিন আহমম এমপি’র আন্তরিকতার জন্য বোয়ালখালী সমিতির নেতৃবৃন্দ অভিনন্দন জানান। পরে সমিতির নেতৃবৃন্দ মোছলেম উদ্দিন আহমদ এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।