কালুরঘাটে রেলসহ সড়ক সেতুর দাবি

39

চট্টগ্রাম নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম আয়োজিত নাগরিক সভায় অবিলম্বে কালুরঘাট এলাকায় কর্ণফুলী নদীর উপর রেলসহ সড়ক সেতু নির্মাণ এবং জাতীয় স্বার্থে ‘কর্ণফুলী রিভার অথরিটি’ গঠন ও বাস্তবায়ন করার দাবি জানানো হয়েছে।
গতকাল সোমবার চট্টগ্রাম প্রেসক্লাব’র ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আইয়ুব খানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভা পরিচালনা করেন রাজনীতিবিদ ভানুরঞ্জন চক্রবর্ত্তী। সভায় প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক। এতে প্রধান বক্তা ছিলেন দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিশিষ্ট রাজনীতিবিদ ইন্দু নন্দন দত্ত, বোয়ালখালী কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের যুগ্ম আহŸায়ক মোস্তফা নঈম, চান্দগাঁও মহল্লা ফেডারেশন কমিটির সভাপতি সরওয়ার আলম চৌধুরী, মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন।
সভায় এমএ মালেক বলেন, এ পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টের ইতিহাসে জনগণের সমস্যা নিয়ে কোন সাংসদ পদত্যাগ করবেন- এ কথাটি কেউ বলেন নাই। এ ব্যতিক্রমী সাহসিকতার জন্য বিশিষ্ট পার্লামেন্টেরিয়ান মঈন উদ্দিন খান বাদলকে ধন্যবাদ জ্ঞাপন করে মালেক বলেন, এ সেতুর দাবি বৃহত্তর চট্টগ্রামের প্রাণের দাবি।
দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার পর্যন্ত রেললাইন সম্প্রসারণের কথা বলেছেন। কর্ণফুলী নদীর উপর কালুরঘাট এলাকায় একটি নতুন রেল কাম সড়ক সেতু নির্মাণ না হলে প্রধানমন্ত্রীর প্রকল্প কোনদিন সফল হবে না।
তিনি কর্ণফুলীর রিভার অথরিটি বাস্তবায়ন করার জোর দাবি জানান।
মাহবুব আলম বলেন, চট্টগ্রামের উন্নয়ন মানে জাতীয় উন্নয়ন। রেজাউল করিম চৌধুরী এ সেতু বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। চৌধুরী ফরিদ বলেন, চট্টগ্রামের সাংবাদিক সমাজ এ দাবির সাথে একমত পোষণ করেন।