কালাপাকুজ্জা ইউনিয়ন যুবলীগের সম্মেলন স্থগিত

3

লংগদু প্রতিনিধি

কাউন্সিলরদের হট্টগোলের মধ্য দিয়ে স্থগিত করা হল রাঙামাটির লংগদু উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়ন যুবলীগের সন্মেলন। উপজেলার সাতটি ইউনিয়নে ধারাবাহিকভাবে যুবলীগের সন্মেলনের সময় নির্ধারণ করা হয়। এতে তিনটি ইউনিয়নে কাউন্সিল সমাপ্ত হওয়ার পর গত বুধবার (১২ অক্টোবর) কালাপাকুজ্জা ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গনে যথা সময়ে ইউনিয়ন যুবলীগের সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। এতে কাউন্সিলের সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করে জেলা উপজেলার নেতৃবৃন্দ। প্রথম অধিবেশন শেষে ২য় অধিবেশনে উপস্থিত কাউন্সিলরদের মতানৈক্যের কারণে সেখানে হট্টগোল লেগে যায়। পরিস্থতির অবস্থা বুঝে কাউন্সিল স্থগিত করে রাঙামাটি জেলা ও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। লংগদু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, মূলত একটি বিশ সদস্য বিশিষ্ট সংযুক্ত কমিটি গঠন নিয়ে মতানৈক্য সৃষ্টি হয়, যার ফলে পরিস্থিতি ভিন্ন রূপ নিতে পারে। পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সে চিন্তা করে জেলা কমিটির নেতৃবৃন্দ কাউন্সিল স্থগিত করেন। রাঙামাটি জেলা যুবলীগের সহ-সভাপতি শহীদুল ইসলাম স্বপন উপস্থিত সভায় পরবর্তী কমিটি ঘোষণা করার লক্ষে আগামী ২০ অক্টোবরের মধ্যে উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিকের মাধ্যমে একটি নতুন কমিটি করার সিদ্ধান্ত নিবেন।