কালাচাঁদ ঠাকুরবাড়ীতে গীতাযজ্ঞ অনুষ্ঠিত

12

 

বোয়ালখালীর ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়িতে নবনির্মিত মিলনায়তন ভবন ‘পারিজাত’ এর শুভ উদ্বোধন উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন ১৪ অক্টোবরে, শুক্রবার শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়। এতে পৌরহিত্য করেন সীতাকুন্ড শঙ্কর মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ। গীতাযজ্ঞ শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। গীতাযজ্ঞে অন্যান্যের মধ্যে অংশ নেন শংকর মঠের শ্রীমৎ স্বামী মুক্তানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ স্বামী উত্তমানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ জগদীশ্বরানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ রূপকানন্দ ব্রহ্মচারী, শ্রীমৎ পুলকানন্দ ব্রহ্মচারী ও শ্রীমৎ দয়ানন্দ ব্রহ্মচারী।
গীতাযজ্ঞ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীশ্রী কালাচাঁদ ঠাকুরবাড়ি পরিচালনা পরিষদের সভাপতি কিরণ কুমার ভঞ্জ। স্বাগত বক্তব্য দেন পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র প্রসাদ চৌধুরী। অনুষ্ঠানে কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন- রনজিৎ চৌধুরী বাচ্চু, বরুণ ভট্টাচার্য, প্রদীপ মল্লিক, সঞ্জয় দে, সমীরণ কান্তি দেব, শ্যামল মজুমদার, জগদীশ চৌধুরী, জ্যোতির্ম্ময় চৌধুরী, উময় শংকর আচার্য, রনজিত কুমার শীল, তুষার নন্দী ফুলু, বিটু মিত্র, অশোক ধর, লিটন ঘোষ, পংকজ চক্রবর্তী, চিত্তরঞ্জন শীল শিবু, রাজীব পাল প্রমুখ। বিজ্ঞপ্তি