কারামুক্তির পর সরব এনাম

37

রাজনৈতিক প্রতিকুলতার মধ্যেও সরব অবস্থানে ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি এনামুল হক এনাম। গেল জাতীয় সংসদ নির্বাচনে পটিয়া আসন থেকে বিএনপির প্রার্থী হয়েছিলেন তিনি। একাধিক মামলা থাকা এ বিএনপি নেতা দলীয় রাজনৈতিতে সক্রিয় থাকলেও হঠাৎ করেই মাস দেড়েক ধরে চলে যান আত্মগোপনে। এরই মধ্যে একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আত্মসমর্পণ করেন তিনি। দুইদিন কারাভোগ করে বেরিয়ে আবার দলীয় কাযক্রমে সরব হয়েছেন।
জানা যায়, দক্ষিণ জেলা বিএনপির সহসভাপতি এনামুল হক এনাম দলীয় রাজনৈতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। যার মূল্যায়ন স্বরূপ পটিয়া আসনে গেল নির্বাচনে দলীয় প্রার্থী মনোনিত হন তিনি। নির্বাচনে পরিচয় হলেও মাঠ ছাড়েননি এনাম। দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মামলায় যেমন সহযোগিতা করেছেন, তেমনি নানা কাজে থেকেছেন নেতাকর্মীদের পাশে। শুধু দলীয় নেতাকর্মীদের নয়, নিজের নামেও আছে দুই হালিরও বেশি মামলা। দক্ষিণ জেলা বিএনপির আহব্বায়ক কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হলে এনামুল হক এনাম আরো তৎপর হন। নানাভাবে আলোচনায় আসেন তিনি। তবে আহব্বায়ক কমিটি ঘোষণার আগ মুহুর্তে হঠাৎ করেই মাঠ ছাড়া হয়ে যান এনাম। অনেকটা আত্মগোপনে চলে যান তিনি। মূলত ২০১৩ সালে হরতালের একটি মামলায় আদালত এনামের বিরুদ্ধে ছয় মাসের কারাদন্ডাদেশ দেন। এরপর থেকেই জনসম্মুখ থেকে সরে যান এনাম। প্রায় দুইমাস আত্মগোপনে থাকার পর গত রবিবার আদালতে আত্মসমর্পণ করেন এনাম। আদালত তাকে কারাগারে পাঠান। মঙ্গলবার আদালত থেকে জামিন নিয়ে আবার কারাগার থেকে বের হন তিনি। একদিন পর দলীয় কার্যালয় দোস্ত বিল্ডিংয়ে উপস্থিত হন এনাম। বৈঠক করেন আহব্বায়ক কমিটির নেতাদের সাথে।
কথা হলে এনামুল হক এনাম বলেন, আমার বিরুদ্ধে মোট ৯টি মামলা হয়েছিল। এরমধ্যে একটি মামলায় সাজা হয়। রবিবার আত্মসমর্পণের পর মঙ্গলবার জামিনে কারগার থেকে বের হই। মাঝখানে আমি কিছুদিন চিকিৎসার কাজে দেশের বাইরে ছিলাম। বুধবার নব গঠিত আহব্বায়ক কমিটির সাথে সৈজন্য সাক্ষাৎ করি। আহব্বায়ক কমিটি সমস্ত কার্যক্রম শেষ সম্মেলনের মাধ্যমে একটি সুন্দর কমিটি উপহার দিবে এটা কামনা করি। যে কমিটি গঠিত হবে সে কমিটির নেতৃত্বে আন্দোলনে-সংগ্রামে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। সকল কার্যক্রমে আমার সক্রিয় অংশগ্রহণ থাকবে।
এদিকে প্রথম সাজাপ্রাপ্ত হয়ে জেলে যাওয়া এবং কারামুক্ত হওয়ায় এনামুল হক এনামকে গতকাল দোস্ত বিল্ডিংয়ে সংবর্ধনা দিয়েছে দক্ষিণ জেলা বিএনপির আহব্বায়ক কমিটি। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহব্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে সদস্য সচিব মোস্তাক আহমদ খাঁনের পরিচালনায় সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম-আহব্বায়ক আলী আব্বাস, আহব্বায়ক কমিটির সদস্য যথাক্রমে এমএ রহিম, মোজাফ্ফর আহমদ চৌধুরী টিপু, মফজল আহমদ চৌধুরী চেয়ারম্যান, মুজিবুর রহমান চেয়ারম্যান, মঈনুল আলম ছোটন, শফিকুল ইসলাম চেয়ারম্যান, এড. ফৌজুল আমিন, এড. নুরুল ইসলাম, মেজবাহ উদ্দিন চৌধূরী জাহেদ প্রমুখ।