কারাগারে ধর্ষণ মামলার আসামি

6

নিজস্ব প্রতিবেদক

পাহাড়তলীতে তরুণী ধর্ষণ মামলায় তৌফিকুল ইসলাম খান রুমান নামে একব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-৫ এর বিচারক ওসমান গনির আদালতে রুমান আত্মসর্মপণ করে জামিন চাইলে আদালত নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামি রুমান পাহাড়তলী থানার ইব্রাহিম খান কন্ট্রাক্টর রোডের ইসলাম খানের বাড়ির মো. ইসমাইলের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৬ সেপ্টেম্বর তৌফিকুল ইসলাম খান রুমানের সঙ্গে পরিচয় হয় ওই তরুণীর। তরুণীর বাবা-মা চাকরিতে গেলে প্রায়ই তাদের বাসায় যাতায়াত করতেন রুমান। বিয়ের আশ্বাস দিয়ে তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন রুমান। বন্দর থানার আলী মাঝিরপাড়ার হোসেন চৌধুরী সাদ্দামের বিল্ডিংয়ে তরুণীকে ডেকে নিয়ে সেখানেও শারীরিক মেলামেশা করেন। সর্বশেষ ২০২১ সালের ১২ মার্চ জোর করে ওই তরুণীর সঙ্গে শারীরিক মেলামেশা করেন রুমান। এ ঘটনায় ২০২১ সালের ২৪ মার্চ চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা দায়ের করেন ওই তরুণী। মামলা তদন্তের দায়িত্ব দেয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। ২০২১ সালের ১৩ নভেম্বর তরুণীর পক্ষে প্রতিবেদন দাখিল করে পিবিআই।
বাদির পক্ষের আইনজীবী রায়হাদ চৌধুরী রনি বলেন, বুধবার দুপুরে ধর্ষণ মামলার আসামি আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত শুনানি শেষে জামিন নামাঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।