কাবুলের ঈদগাহ মসজিদের প্রবেশদ্বারে বিস্ফোরণ, বহু হতাহত

10

 

কাবুলের ঈদগাহ মসজিদের প্রবেশদ্বারের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবারের এই ঘটনায় বহু হতাহতের খবর পাওয়া গেছে। তালেবানের একজন মুখপাত্র জানিয়েছেন, বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি। আহতদের উদ্ধারের পর নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্তত আহত চারজনকে চিকিৎসা দেওয়ার কথা জানিয়েছে স্থানীয় একটি হাসপাতাল কর্তৃপক্ষ। আরও লোকজনকে রক্তাক্ত অবস্থায় সেখানে যেতে দেখেছেন সাংবাদিকরা। যে সময়ে এ বিস্ফোরণ ঘটানো হয় মসজিদের ভেতর তখন তালেবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদের মায়ের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দোয়া শুরুর জন্য তালেবানের সদস্যরা সংলগ্ন সড়ক বন্ধ করে দেয়। তারপরও বিস্ফোরণ ঠেকানো যায়নি।
ঘটনাস্থলের পাশের একজন দোকানি আহমাদুল্লাহ। তিনি বলেন, ঈদগাহ মসজিদ এলাকায় বিস্ফোরণের আগে সেখানে গোলাগুলির ঘটনাও ঘটেছে।