কাপড়ের রং মিশিয়ে তৈরি হচ্ছে ইফতারি

70

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে হাটহাজারীতে বাহারি রকমের ইফতার সামগ্রী তৈরিতে ব্যবহার করা হচ্ছে কাপড়ের রং। মানবদেহের জন্য ক্ষতিকর এসব কাপড়ের রং মিশিয়ে জিলাপি, বেগুনি এবং আলুর চপসহ তৈরী করা হচ্ছে আরও কত কি! গতকাল সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা উপজেলার কাটিরহাট বাজারে রমজান উপলক্ষ্যে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের পরিচালিত অভিযানে এমন চিত্র উঠে আসে।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মাদ রুহুল আমীন উক্ত বাজারে অভিযান চলাকালে এক ইফতার বিক্রেতা ক্ষতিকর কাপড়ের রং মিশিয়ে জিলাপি, বেগুনি এবং আলুর চপসহ নানা রকমমের ইফতার সামগ্রী বানাচ্ছিল। এ সময় তাকে হাতেনাতে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া একই বাজারে নকল বাঘা বাড়ির ঘি এবং নিষিদ্ধ পলিথিন বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ওই দোকান থেকে প্রায় ৬০ কেজি পলিথিন জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অভিযানে অংশ নেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ ও মডেল থানার পুলিশসহ অনেকেই।