কাপ্তাই হ্রদে ১৭৫ পর্যটক রেখে পালালো লঞ্চের স্টাফরা

5

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে বেড়াতে আসা ১৭৫ পর্যটক কাপ্তাই হ্রদে আটকে পড়লে তাদের উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃতরা সবাই চট্টগ্রাম সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী। গতকাল শনিবার বিকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল সকালে চট্টগ্রাম সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষাথী মিলে ১৭৫ জন রাঙামাটিতে বেড়াতে আসে। তারা বিকালের দিকে যাত্রীবাহী নাজিম পরিবহন লঞ্চ নিয়ে ঘুরতে বের হয়ে কাপ্তাই হ্রদের কেল্লা মুড়া নামক স্থানে আটকে পড়েন। দীর্ঘক্ষণ চেষ্টার পরও আটকে পড়া লঞ্চটি ছুটাতে না পেরে লঞ্চের লোকজন পর্যটকদের ওখানে রেখেই পালিয়ে যায়। পরে পর্যটকরা ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে তাদের উদ্ধার করে।
চট্টগ্রাম সরকারি কলেজের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক আবু তাহের ভুইয়া বলেন, ‘আমরা চট্টগ্রাম কলেজের ছাত্র-শিক্ষক মিলে ১৭৫ জন বেড়াতে আসি। বিকালে একটি লঞ্চ রিজার্ভ করে হ্রদ উপভোগে বের হই। কিন্তু ১৪-১৫ কিলোমিটার গিয়ে লঞ্চটি আটকে পড়ে। কিছুক্ষণ পরে লঞ্চের স্টাফরাও পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে আমাদের উদ্ধার করে নিয়ে আসে।’
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহিদুল ইসলাম বলেন, ‘জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ সুপার মীর আবু তৌহিদ স্যারের দিকনির্দেশনায় আমি ও কোতয়ালী থানার ওসি, টুরিস্ট পুলিশসহ ১৭৫ জন পর্যটককে উদ্ধার করে নিয়ে আসি। যে লঞ্চটি গাফেলতি করে পর্যটকদের ফেলে চলে যায় তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হবে।’