কাপ্তাই হ্রদে নৌ চলাচলে নিষেধাজ্ঞা দুর্যোগপূর্ণ আবহাওয়া

10

রাঙামাটি প্রতিনিধি
টানা প্রবল বর্ষণে উজান থেকে নামা পাহাড়ি ঢলের ¯্রােত বেড়ে যাওয়ায় সম্ভাব্য যে কোনো দুর্ঘটনা এড়াতে রাঙামাটির কাপ্তাই হ্রদে পর্যটক ও যাত্রীবাহী নৌ চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন। এতে সোমবার থেকে হ্রদের সবকটি রুটে সব ধরনের পর্যটক ও যাত্রীবাহী নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। রবিবার জেলার দুর্যোগ মোকাবিলা সভায় এ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, উজানের পানি নেমে আসায় কাপ্তাই হ্রদের মাইনি, কাচালং, কর্নফুলি নদীর ¯্রােত বেড়েছে। এ পরিস্থিতিতে নৌ চলাচল সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো সময় নৌযান ডুবে দুর্ঘটনা ঘটতে পারে। এতে জানমালের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই সম্ভাব্য দুর্ঘটনা
এড়াতে কাপ্তাই হ্রদের সবকটি রুটে পর্যটক ও যাত্রীবাহী নৌ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।
রাঙামাটি লঞ্চ মালিক সমিতির সভাপতি মঈন উদ্দিন সেলিম জানান, কাপ্তাই হ্রদে ¯্রােত বেড়ে যাওয়ায় লঞ্চ চলাচল করতে পারছে না। তাই যাত্রীবাহী লঞ্চ রবিবার থেকে বন্ধ রাখা হয়েছে।