কাপ্তাই সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ

43

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার মরিয়মনগর চৌমুহনী এলাকায় রাতের আঁধারে কাপ্তাই সড়ক দখল করে অবৈধভাবে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগে স্থাপনা ভেঙ্গে দেয়া হয়েছে। জব্দ করা হয়েছে ব্যবহৃত সরজ্ঞামাদি। গত ১২ জানুয়ারি রাতে নির্মানাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। আদালতকে সহযোগিতা করেন থানার উপপরির্দশক (এসআই) সুব্রত চৌধুরী। ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, গুলজার হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি সড়ক দখল করে পাকা স্থাপনা নির্মাণ করার জন্য স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারি জায়গায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে আর এই কাজ করবেনা মর্মে মুচলেকা দেন ঐ ব্যক্তি। সড়কে যানজট নিরসন ও সরকারি জায়গা উদ্ধারে ভ্রাম্যমান আদালতের অভিযান নিয়মিত চলবে। ”