কাপ্তাইয়ে বিজিবির নায়েক নিহত

18

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার জীবতলীতে সেনাবাহিনীর গ্রেনেড ফায়ারিং রেঞ্জের তাঁবুতে হ্যান্ড গ্রেনেড স্থানান্তরের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এঘটনায় আহত ৩৭ বিজিবি লংগদু রাজনগর ব্যাটালিয়নের নায়েক রাধাকান্ত সিংহ চট্টগ্রাম সিএমএইচে মারা গেছেন। সেখানে আহত হাবিলদার মো. রুহুল আমিনের চিকিৎসা চলছে। রাঙামাটির কোতোয়ালী থানার ওসি আরিফুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রাধাকান্ত সিংহ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ কেরামতনগর উল্টর মাঝের গাঁও এলাকার বাসিন্দা।গতকাল মঙ্গলবার সকাল এগারোটার দিকে এ ঘটনা ঘটে। এসময় রাজনগর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম উপস্থিত ছিলেন।
সেনাবাহিনীর জীবতলী গ্রেনেড ফায়ারিং রেঞ্জে প্রাইমকৃত হ্যান্ড গ্রেনেড তাঁবুর মধ্যে রাখা হলে গ্রেনেডটি স্থানান্তরিত করার সময়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে হাবিলদার মো. রুহুল আমিন (৫৬০৭৬) তাঁর সমস্ত শরীরে গ্রেনেডের ¯িপ্লন্টারের আঘাতপ্রাপ্ত হন। এসময় নায়েক রাধাকান্ত সিংহের (৬২৪০৪) এক হাত উড়ে যায় এবং তলপেটে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর আহত হন। পরে বিমান বাহিনীর হেলিকপ্টারে দুপুর বারোটার দিকে তাদের চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সেখানে পৌনে একটার দিকে নায়েক রাধাকান্তকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। হাবিলদার মো. রুহুল আমিন সেখানে চিকিৎসাধীন আছেন। কোতোয়ালী থানার ওসি আরিফুল আমীন জানান, কাপ্তাইয়ে সেনাবাহিনীর জীবতলী গ্রেনেড ফায়ারিং রেঞ্জে প্রাইমকৃত হ্যান্ড গ্রেনেড তাঁবুর মধ্যে রাখা হলে গ্রেনেডটি স্থানান্তরিত করার সময়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এঘটনায় আহত দু’জনের মধ্যে নায়েক রাধাকান্ত চট্টগ্রাম সিএমএইচে মারা গেছেন। একই ঘটনায় আহত হাবিলদার রুহুল আমিনের চিকিৎসা চলছে সেখানে।