কাপ্তাইয়ে আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ

4

কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাই উপজেলায় ৫-৬ দিন যাবৎ অতিবৃষ্টির ফলে আশ্রয় কেন্দ্রে ২৭টি পরিবার উঠেছে। কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে পাহাড়ের পাদদেশের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে আশ্রয় নেয়া ২৭টি পরিবারের ১৫০ সদস্যকে গত ২০ জুন খাবার বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে ওই খাবার বিতরণ করা হয়।
খাবার বিতরণ করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফসহ ইউপি সদস্যগন। কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে ওয়াগ্গা ৪১ বিজিবির পক্ষ হতে ২১ পরিবারকে ত্রাণ সামগ্রী দেয়া হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, ১নং চন্দ্রঘোনা ইউনিয়নে অতিবর্ষণে আংশিক ক্ষতিগ্রস্তদের মধ্যে ৪০ পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। উল্লেখ, কাপ্তাইয়ে প্রবল বর্ষণে জরুরি ভিত্তিতে ৫টি ইউনিয়নে ১৯ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এরমধ্যে অতি ঝুঁকিপূর্ণ কেবলমাত্র কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে ২৭টি পরিবার পাহাড়ের পাদদেশের ও ঢালু ঝুঁকিপূর্ণ এলাকা থেকে এসে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে।