কাতারে স্টেডিয়াম নির্মাণে নিহতদের পরিবারের পাশে ফারাজ করিম

23

রাউজান প্রতিনিধি

কাতারে ফুটবল বিশ্বকাপ ২০২২ আয়োজন উপলক্ষে গত কয়েক বছর ধরে স্টেডিয়াম নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক কর্মযজ্ঞ সম্পন্ন হয়। এসব কর্মযজ্ঞে অংশ নিয়ে অনেক বাঙালীদের প্রাণ হারাতে হয়েছে। এবার কাতার বিশ্বকাপে প্রাণ হারানো সেসব বাঙালী পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দেশের তরুণ প্রজন্মের পরিচিত মুখ ও তরুণ রাজনীতিবিদ রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীর পুত্র ফারাজ করিম চৌধুরী। এ প্রসঙ্গে গতকাল বৃহস্পতিবার নিজের ফেসবুক পেইজে ফারাজ করিম চৌধুরী বলেন, ‘কাতারে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে আমাদের অনেক বাঙালী ভাইদের অকালে জীবন দিতে হয়েছে। আমি সেইসব ভাইদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য তাদের তথ্য সংগ্রহ করতে চাই। তাদেরকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামীন ছাড়া আর কারোরই নেই। তবে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা আমাদের তরুণদের করতেই হবে। আমি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি, কাতারে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে যেসব বাঙালি প্রাণ হারিয়েছেন তাদের কারো পরিবারের তথ্য জানা থাকলে এই নম্বরে (০১৮২৯-৯১৮১৭৬) যোগাযোগ করুন। ইনশা আল্লাহ, আমরা তাদেরকে খুঁজে বের করে যাচাই-বাছাই পূর্বক তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।’