কাঠগড়ে ঠাকুর রামচন্দ্র দেবের আবির্ভাব মহোৎসব আজ থেকে

34

নগরীর পতেঙ্গা শ্রীশ্রী রামঠাকুর সেবা সংসদের উদ্যোগে শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ১৬০তম আবির্ভাব মহোৎসব তিনদিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানমালার মধ্যদিয়ে আজ ৯ জানুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হবে। কাঠগড় হিন্দুপাড়া শ্মশান, শিব ও কালী মন্দির প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে- বেদবাণী পাঠ, মহতী ধর্মসভা, ভক্তিগীতি, মহানামযজ্ঞের অধিবাস, ঠাকুরের পূজা, সত্যনারায়ণ পূজা, অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্ত্তন, মহাপ্রসাদ আস্বাদন। মহানাম সংকীর্ত্তন পরিবেশন করবেন- শ্রীকৃষ্ণ চৈতন্য সম্প্রদায় (ভোলা), প্রভু নিত্যানন্দ সম্প্রদায় (ভোলা), দিপুশ্রী সম্প্রদায় (গোপালগঞ্জ), বন্ধু সুন্দর সম্প্রদায় (চট্টগ্রাম)। এতে সকল ভক্তবৃন্দদের উপস্থিত থাকার জন্য মহোৎসব উদ্যাপন পরিষদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি