‘কাঞ্চনাবাদ স্কুলকে কলেজে রূপান্তরিত করার আশ্বাস’

22

চন্দনাইশ প্রতিনিধি

চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার শিক্ষাকে গুরত্ব দিয়ে শিক্ষা প্রতিষ্টানকে গুরুত্ব দিয়ে উন্নয়নের মাধ্যমে আধুনিক দৃষ্টিনন্দন প্রতিষ্টানের রূপ দিচ্ছে। তারই ধারাবাহিকতায় চন্দনাইশে ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন ভবন নির্মাণ করা হয়েছে। কাঞ্চনাবাদ স্কুলে একটি ৪ তলা ও একটি ঊর্ধ্বমুখী ভবন নির্মাণ করা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুয়ায়ী এ বিদ্যালয়কে স্কুল এন্ড কলেজ ও পাশাপাশি ভোকেশনাল তথা কারিগরিক শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দেয়া হবে। এ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকাকে আলোকিত করে বিদ্যানগর হিসেবে তুলতে অভিমত ব্যক্ত করেছেন। সম্প্রতি কাঞ্চনাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ৯৬-ব্যাচের ঈদ পূণর্মিলণী অনুষ্ঠান আলোচনা সভা, র‌্যালী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সকালে কোরআন খতম, র‌্যালি, বেলুন উত্তেলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে এক আলোচনা সভা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ৯৬-ব্যাচের শিক্ষার্থীদের সভাপতি মো. মফিজ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, জোয়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক সভাপতি আমিন আহমদ চৌধুরী রোকন, কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান আবদুস শুক্কুর, স্কুল পরিচালনা কমিটির সভাপতি তানভীরুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি আবু তাহের, সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও বর্তমান প্রধান শিক্ষক সমীর কুমার দে। স্বাগত বক্তব্য রাখেন আজিজুল মোস্তাফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবদুল রশীদ, সরোয়ার কালাম, চন্দনাইশ উপজেলা যুবলীগের সদস্য মো. ইসমাইল, রমজান আলী, সিরাজ মিয়া, বেলাল উদ্দীন চৌধুরী, শরীফ উদ্দীন, আজাদ রহমান, রফিকুল ইসলাম, শফিক আহমদ, নুরুল আলম, শওকত হোসেন জালাল, মেজবাহ উদ্দীন প্রমুখ।