কাজেম আলী মাস্টারের মৃত্যুবার্ষিকী পালিত

107

অবিভক্ত ভারতের বর্ষিয়ান নেতা ও শিক্ষা সংস্কারক শেখ-ই চাঁটগাম কাজেম আলী মাস্টারের ৯৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে গতকাল । নগরীর ১৩৫ বছরের প্রাচীন বিদ্যাপীঠ কাজেম আলী স্কুল এন্ড কলেজে সকাল এগারটায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পরিচালনা কমিটির সভাপতি, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ’র সম্পাদক সৈয়দ উমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য আয়ুব আলী চৌধুরী, দাতা সদস্য মোহাম্মদ সেকান্দর, সহকারী শিক্ষক লুৎফুল কবির ভূঁইয়া। মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন হেড মৌলানা সৈয়দ মোহাম্মদ মুসা। শিক্ষিকা তানজিলা হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি বলেন, অনগ্রসর মসুলিম সমাজকে আলোয় আলোকিত করতে কাজেম আলী মাষ্টার ইংলিশ মিডল ইস্কুল প্রতিষ্ঠা করেছিলেন যা তার মৃত্যুর পর কাজেম আলী হাই স্কুল নামে নামকরণ করা হয়। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে কয়েক লক্ষ শিক্ষার্থী জ্ঞান অর্জন করে আজ সমাজ ও রাষ্ট্রে অবদান রাখছেন। সভাপতির বক্তব্যে অধ্যক্ষ বলেন, আমরা যে প্রতিষ্ঠানে আজ শিক্ষকতা করছি তার পেছনে রয়েছে জ্ঞানতাপস কাজেম আলী মাষ্টারের কঠোর পরিশ্রম ও অবদান। তাই ফজরের নামাজের পর তাঁর রূহের মাগফেরাত কামনা করে প্রতিষ্ঠানের পক্ষ থেকে খতমে কোরান ও মিলাদ মাহফিল করিয়েছি।