কাজেম আলী মাস্টারের জন্মবার্ষিকী উদ্যাপন

27

কাজেম আলী স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম শেখ-ই-চাঁটগাম কাজেম আলী মাষ্টার এর ১৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ১১ আগস্ট কাজেম আলী স্কুল এন্ড কলেজে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কাজেম আলী মাস্টার এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রতিষ্ঠানের সভাপতি সাহাব উদ্দিন আহমেদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) সানজিদা মোখতার তানজিন, গভর্নিং বডির সদস্যবৃন্দ, সহকারী প্রধান শিক্ষক, কলেজ কো-অর্ডিনেটর ও শিক্ষকবৃন্দ। এ উপলক্ষে স্মারক বৃক্ষরোপণ ও আন্তঃশ্রেণি ফুটবল প্রতিযোগিতা (কলেজ শাখা) আয়োজন করা হয়। পরবর্তী অধিবেশনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে কোরআন থেকে তেলোয়াত করেন প্রভাষক মোহাম্মদ আলমগীর ও গীতাপাঠ করেন হিন্দু ধর্মীয় শিক্ষক প্রদীপ দাশ।
আলোচনা অনুষ্ঠানে কলেজ কো-অর্ডিনেটর আকতার হোসেন প্রতিষ্ঠানে ‘কাজেম আলী স্মৃতি বৃত্তি পরীক্ষা’ নামে একটি প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দেন। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) কাজেম আলী মাস্টারের সংক্ষিপ্ত জীবনী তুলে বলেন, এই মহান পুরুষ বৃটিশবিরোধী আন্দোলনে তরুণদের এগিয়ে আসতে আহŸান জানান। বিদ্যোৎসাহী সদস্য মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, চট্টগ্রামের প্রত্যেকটি শিক্ষাপ্রতিষ্ঠানে কাজেম আলী মাস্টার এর স্মৃতি স্মরণে বৃত্তি পরীক্ষা চালু করার উদ্যোগ নেয়া সময়ের দাবি। প্রতিষ্ঠানের সভাপতি বলেন, এই শোকাবহ আগস্ট মাসে জন্ম নেওয়া এ মহান ব্যক্তিত্ব ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মার মাগফেরাত কামনা করছি। দোয়া মাহফিল পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক আহমদ উল্লাহ কুতুবী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মুনমুন জাহান। বিজ্ঞপ্তি