কাজীর দেউড়িতে দোকান কর্মচারীর লাশ উদ্ধার

31

নগরীর কাজীর দেউড়ি দুই নম্বর গলি এলাকার একটি বাসা থেকে রাশেদুল হাসান মিল্টন (৫২) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রাশেদুল হাসান দীর্ঘদিন থেকে ঐ বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। তিনি একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। রাশেদুল হাসান মিল্টন জোরারগঞ্জ থানার পশ্চিম জোয়ারা মিয়াজী বাড়ির মৃত নুরুল হুদার ছেলে।
জানা যায়, কাজির দেউড়ি দুই নম্বর গলির মালেকের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে আছেন রাশেদুল হাসান মিল্টন। গত দুইদিন ধরে ভিতর থেকে তালা লাগানো অবস্থায় ছিল তার ঘরটি। গতকাল মঙ্গলবার ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে বাড়ির মালিকের সন্দেহ হয়। পুলিশকে খবর দিলে পুলিশ দরজা ভেঙে ঘর থেকে লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা, দু-একদিন আগে হৃদক্রিয়া বন্ধ হয়ে রাশেদুল হাসানের মৃত্যু হয়েছে। তিনি একা থাকায় বিষয়টি কারো নজরে আসেনি।
কোতোয়ালী থানার এসআই মনিরুল ইসলাম বলেন, দুদিন ধরে ঘরের দরজা বন্ধ ও ভিতর থেকে দুর্গন্ধ ছড়ালে বাড়ির মালিক খবর দেন। আমরা গিয়ে লাশটি উদ্ধার করি। ধারণা করছি স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে। রাতে দরজা লাগিয়ে ঘুমিয়ে ছিলেন। এরমধ্যে হয়তো তার মৃত্যু হয়েছে।