কাকড়াছড়ি পাড়ায় সাংগ্রাই জল উৎসব অনুষ্ঠিত

4

রাজস্থলী প্রতিনিধি

বণিল আয়োজনে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে কাকড়াছড়ি পাড়ায় সাংগ্রাই জল উৎসব উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ এপ্রিল সোমবার বিকালে কাকড়াছড়ি পাড়া বিহারের মাঠে ঐতিহ্যবাহী মারমা গান, নৃত্য, খেলাধুলা এবং পানি খেলা অনুষ্ঠিত হয়। আশেপাশে গ্রামগুলো হতে শত মারমা যুবক যুবতিরা জড়ো হয়ে পরস্পরের প্রতি পানি ছিটে পুরানো বছরের দু:খ, গানি ও বেদনাকে ধুয়ে মুছে দিয়ে নতুন বছরকে বরণ করে নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা। বিশেষ অতিথি ছিলেন চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী, আই সি কামরুজ্জামান, পাড়া কারবারি সুইক্যচিং মারমা, সাবেক ইউপি সদস্য হ্লাথোয়াই মারমা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, ইউপি সদস্য ক্যাচিংহ্লা মারমা, শিমুল দাস, রাহুল বড়ুয়া, সুমন বড়ুয়া, পাড়া যুব প্রধান মংক্যথোয়াই মারমা, উসিং মারমা প্রমুখ। ইউপি চেয়ারম্যান আদোমং মারমা তরুণ-তরুণিদের গায়ে পানি ছিটিয়ে সাংগ্রাই জল উৎসবের উদ্বোধন করেন।