কাউন্সিলর প্রার্থীদের গণসংযোগ

142

 

মাহমুদুর রহমানের রেডিও মার্কা : ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডে পরিবর্তনের ডাক দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে কাউন্সিলর প্রার্থী মোঃ মাহমুদুর রহমান পানির ট্যাংকি, বি ডবিøউ -১,২,৩,৪ এলাকায় ব্যাপক জনসংযোগ করেন। এলাকায় প্রধান সমস্যা পানির অভাব উল্লেখ করে মো. মাহমুদুর রহমান সাধারণ ভোটারদের আস্বস্ত করেন নির্বাচনি ইশতেহারে যে ভাবে বলেছেন ইনশাল্লাহ নির্বাচিত হলে প্রতিটি ওয়াদা তিনি পূরণ করবেন। ওই এলাকায় গত তিন দিন ধরে নিজের অর্থায়নে পানি দিয়ে সহযোগিতা করেন মাহমুদুর রহমান। তিনি সকলের নিকট দোয়া প্রার্থনা করেন এবং সুখে দুঃখে এলাকার সাধারণ জনগণের সাথে থাকার অঙ্গীকার করেন। তিনি নৌকা ও রেডিও প্রতীকে ভোট দিতে সবাইকে অনুরোধ করেন।
বিবি মরিয়মের চশমা মার্কা : আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ২৮, ২৯ ও ৩৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থী অধ্যাপিকা বিবি মরিয়মের চশমা প্রতীকের সমর্থনে ১৫ জানুয়ারী শুক্রবার সকাল থেকে গণসংযোগ করেন।স্বাধীনতা নারী শক্তির স্বতন্ত্র প্রার্থী বিবি মরিয়ম ৩৬ নং ওয়ার্ডের কালীবাড়িসহ কয়েকটি এলাকায় ভোটারদের বাসায় বাসায় গিয়ে কৌশলাদি বিনিময় করেন। এ সময় আগ্রাবাদ মহিলা কলেজের অধ্যাপিকা বিবি মরিয়ম বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে সুন্দর ও পরিচ্ছন্ন সমাজ গঠনের লক্ষে চশমা প্রতীকে আমাকে ভোট প্রার্থনা করেন। বিবি মরিয়ম মানবিক কাজের পাশাপাশি সমাজ উন্নয়নে নারীর অংশীদারিত্ব নিশ্চিতকরণে সৎ,যোগ্য ও শিক্ষিত প্রার্থী দেখে ভোট দেয়ার আহব্বান জানান।
দিদারুল আলমের লাটিম মার্কা : চসিক ১৯নং ওয়ার্ড দক্ষিণ বাকলিয়া স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী এস এম দিদারুল আলম ১৫ জানুয়ারী হাজী আমিনুর রহমান সড়কে গণসংযোগ করেন। গনসংযোগকালে এস এম দিদারুল আলম ১৯নং ওয়ার্ড দক্ষিণ বাকলিয়া এলাকার সামাজিক নিরাপত্তা ও সার্বিক উন্নয়নের লক্ষে ‘লাটিম’ মার্কায় ভোট দেওয়ার আহব্বান জানান। এসময় উপস্থিত ছিলেন ডাঃ কাজল দাশ, সৈয়দ ওয়াহিদুল আলম, সুলতান আহমেদ, কবীর চৌধুরী, রাকিব আহমদ, সাকিব চৌধুরী, জাহেদুল হক, একরামুল মারুফ প্রমুখ।
গাজী শফিউল আজিমের ঘুড়ি মার্কা : আজ দিনব্যাপী আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব গাজী শফিউল আজিম ঘুড়ি মার্কা সমর্থনে বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ করেন। এ সময় তিনি বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার্থে আগামীতে ঘুড়ি মার্কা প্রতীকে ভোট প্রদানের অনুরোধ জানায়। গণসংযোগকালে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা এম.জাহাঙ্গীর আলম চৌধুরী, উত্তর জেলা শ্রমিকলীগের সিনিয়র সহ-সভাপতি আবু লাইছ, আব্দুর রহমান, খোকন নাথ, গাজী মোঃ সরোয়ার, মোঃ ইলিয়াছ, গাজী মোঃ দিদার, মোঃ এমরান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল, গাজী মোঃ ইউনুচ, শেখ মোঃ আবছার, মোঃ ইসমাইল, মোঃ ইউছুপ, মোঃ মাসুম, গাজী শাহেদ, আবু তাহের, এ্যাডভোকেট মোঃ ইরফান, রুবেল, টুটুল কারণ, শিপন রুদ্র, নাঈমুল হাসান রাকিব, সোহান, নাজমুল, রফিক, শফিক, সুনাম, সুজয়, সাহাতাপ প্রদীপ প্রমুখ।
হাসান মুরাদ বিপ্লবের মিষ্টি কুমড়া মার্কা : আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে মিষ্টি কুমড়া প্রতীক নিয়ে ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব হাসান মুরাদ বিপ্লব ফিরিঙ্গী বাজারের বাটা গল্লি,আলরন রোড়,ও আলকরন ১নং গল্লিতে ব্যাপক গণসংযোগ করে। বিকাল ৪টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত এই গণসংযোগে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শিক্ষক শাহাদাত হোসেন, হাজী ফরিদউদ্দিন আহমেদ, হাজী খুরশীদ আলম, হাজী রফিকুল আলম তাম্বু, আমির আহমেদ, রফিক সওদাগর, আকবর বাচ্চু, নেজাম উদ্দিন পাপ্পু, শফিকুল আলম, ফেরদৌস আহমেদ, কমরুউদ্দিন আহমেদ, বশির আহমেদ, মাইনুউদ্দিন মাইনু, আসলাম উদ্দিন, সাদেক আহমেদ, তাজুল ইসলাম মামুন, জাবেদ আহমদ, আমিনুল ইসলাম লিটন, তারেক হায়দার, সাইফুল ইসলাম, মিজানুর রহমান জসীম, বখতেয়ার, রাজু, টিপু খান প্রমুখ। গনসংযোগকালেন তিনি বলেন পুনরায় নির্বাচিত হলে ওয়াসার সাথে সমন্বয় করে নিজ অর্থায়বে পানির ফিলন্টারেশনের মাধ্যমে জনগনকে সুপেয় পানির ব্যবস্থা করবো।
জহুরুল আলম জসিমের মিষ্টি কুমড়া মার্কা : আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে জনগনের মনোনীত প্রার্থী সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমের পক্ষে কৈবল্যধাম (বিশ্ব ব্যাংক) আবাসিক এলাকা (এ ব্লক থেকে পি ব্লক) পর্যন্ত বাদ জুমা থেকে নির্বাচনী গনসংযোগ করেন। গণসংযোগকালে সাধারণ মানুষের সাথে কুশলাদি বিনিময় করেন। তিনি ভোটারদের, উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত সিটি কর্পোরেশন নির্বাচনে স্বাস্থ্যবিধি মেনে সকলকে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে জননেত্রী শেখ হাসিনা মনোনীত মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীকে নৌকা প্রতীকে এবং কাউন্সিলর পদে নিজের জন্য মিষ্টি কুমড়া প্রতীকে রায় দেওয়ার অনুরোধ করেন। একই দিনে বাদ মাগরিব কৈবল্যধাম (বিশ্ব কলোনী) কাঁচা বাজার পাকিং প্রাঙ্গনে নির্বাচনী মতবিনিময় সভায় করেন। এই সময় উপস্থিত ছিলেন উক্ত সমাজের বিশিষ্ট ব্যাবসায়িকবৃন্দ, শিক্ষকবৃন্দ ও অন্যান্য রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় কাউন্সিলর প্রার্থী জসিম বলেন আগামী বার নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলো সমাধান সহ মাদকমুক্ত সমাজ উপহার দিবো।
আবদুল মালেকের মিষ্টি কুমড়া মার্কা : আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ২২নং এনায়েত বাজার ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবদুল মালেকের মিষ্টি কুমড়া প্রতীকে ভোট চেয়ে এনায়েত বাজার ১নং, ২নং গলি, আব্দুল কুদ্দুস সর্দারের বাড়ীতে গণসংযোগ অনুষ্ঠিত। গণসংযোগ কালে আবদুল মালেক বলেন, বিগত ৪বার আমি এই এলাকার নির্বাচিত কাউন্সিলর ছিলাম আপনাদের ভোটেই, আমি এইবারও আপনাদের খেদমত করতে চাই ভোটে নির্বাচিত হয়ে। আরো উপস্থিত ছিলেন লায়ন মহাদেব ঘোষ, মো. মোকতার, মো. আজিম, লায়ন মো. জিয়াউল হক সোহেল, রেজাউল হক মনিসহ প্রমুখ।
এইচ এম সোহেলের ঘুড়ি মার্কা : আগ্রাবাদ ২৭নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড আবিদারপাড়া এলাকাবাসীর কাছে ঘুড়ি মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন ২৭ নম্বর দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এইচ এম সোহেল। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক আলহাজ্ব জানে আলম, আবুল কালাম, হাসান মুরাদ সেলিম, চান মোহাম্মদ চান্দু, মো. সিরাজ, প্রিন্স মনজু, আবদুল নোমাফ, মো. বেলাল, আবদুল আলম, আবদুল হালিম, মো. বাহাদুর, মো. আলমগীর, মো. বাদশা, মো. সানজিদ প্রমুখ।
সিরাজুন নুর বেগমের হেলিকপ্টার মার্কা : গত ১৫ জানুয়ারি শুক্রবার সংরক্ষিত আসন ২ নম্বর ওয়ার্ডে (৪,৫,৬) প্রার্থী সিরাজুন নুর বেগমের প্রতীক হেলিকপ্টার মার্কার গন সংযোগ করেন চান্দগাঁও ৫ নম্বর ওয়ার্ডের কর্ণফুলী, কবির টাওয়ার, জানালি হাট স্টেশন, কাজিরহাট, বাহির সিগনাল, বেপারি পাড়া,বালুরটাল, এই সময় উপস্থিত ছিলেন মো. এসকান্দর, আকবর হোসেন, কামাল উদ্দিন, জামাল উদ্দিন, নুর হোসেন, জাহেদা আকতার, বোকেয়া, শাহনাজ প্রমুখ।
মো. ওয়াসিম উদ্দিন চৌধুরীর লাটিম মার্কা : আসন্ন ২৭ শে জানুয়ারি ২০২১ইং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী আজ নগরীর ১৩নং ওয়ার্ডের বিজিএমইএ এলাকা এবং ডিজেল কলোনি, রেললাইনসহ বেশ কিছু এলেকা জুড়ে মেয়ের পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর নৌকা আর লাটিম মার্কায় প্রচারণা চালান এবং একাকার জনসাধারণকে আগামী ২৭ তারিখ সকরাদিন নৌকা আর লাটিম মার্কায় ভোট দেয়ার উদ্ধর্ত আহবান জানান। বিজ্ঞপ্তি