কাউন্সিলরের বাণী

326

‘দুরন্তশোকশমনী দুরন্ত রোগনাশিনী
দুরন্তবৈরিদমনী, দুরন্ত দৈত্যনাশিনী’

শরতের আগমনী বার্তার সাথে সাথে প্রকৃতি রূপে ‘জগৎজননী মা’ তুমি বিরাজিতা। তাই শরৎ এলেই কাশবনে লাগে হাওয়া, শিশির সিক্ত দুর্বাঘাসের মেটো গন্ধে ঝরা শিউলির সুবাস মনকে করে পাগলপারা। শরতের আকাশে বেজে উঠল শাঁখ, ঢোলের সুমধুর সুর-জগৎজননী মায়ের আগমনী বার্তা। প্রকৃতি যখন শান্ত থাকে তখন জগৎ বড়ই মধুর লাগে, আবার যখন উত্তপ্ত হয়ে উঠে তখনই আমাদের জীবনে নেমে আসে দুঃখ, বেদনা ও কষ্ট। আমরাতো মায়েরই দান, মায়ের প্রতি ভালবাসা, দায়িত্ব ও যথাযথ কর্তব্য পালন করাই সন্তানের ব্রত।
চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক পূর্বদেশ শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করার যে উদ্যোগ তা প্রশংসার দাবি রাখে। দৈনিক পূর্বদেশ প্রকাশের শুরু থেকে মানুষের মনে জায়গা করে নিয়েছে তার সময়োপযোগী বিশেষ বিশেষ ক্রোড়পত্র ও ফিচার প্রকাশের কারণে, আজও তার ব্যতিক্রম নয়। বাঙালি হিন্দুদের দুর্গোৎসব আরো আনন্দ ও আমেজের উৎসবে যোগ করতে এই ক্রোড়পত্র প্রকাশকে সাধুবাদ জানাই। যারা দুর্গোৎসকে শান্তিপূর্ণভাবে সফল করার চেষ্টা ও প্রয়াস যুুগিয়ে যাচ্ছেন তাদেরকেও এ ক্রোড়পত্রের মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে কৃতজ্ঞতা জানাই।
জয় মা দুর্গা দুর্গতি নাশিনি ,
জয় হউক দৈনিক পূর্বদেশ এর।

শৈবাল দাশ (সুমন)
কাউন্সিলর, ২১ নং জামালখাঁন ওয়ার্ড

সভাপতি
চট্টগ্রাম সিটি কর্পোরেশন পূজা উদ্যাপন পরিষদ ১৪২৬ বাংলা