কাঁচা মরিচের অনেক গুণ

7

হাসিনা আকতার লিপি

ভাতের স্বাদ বাড়ায় কাঁচা মরিচ। এ দেশের শ্রমজীবী মানুষ কাঁচা মরিচ ছাড়া ভাত খাওয়ার কথা ভাবতেই পারেন না। তবে সালাদে কিংবা তরকারিতে কাঁচা মরিচ ব্যবহার করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া ভার। সব শ্রেণি-পেশার মানুষ কাঁচা মরিচ ব্যবহার করলেও অনেকে এর উপকারী দিকগুলো জানেন না।
কাঁচা মরিচের গুণাগুণ:
চোখ ভালো রাখে। ভিটামিন এ থাকায় এটি সব বয়সী ব্যক্তির দৃষ্টিশক্তি ভালো রাখে ও চোখব্যথা দূর করে।
ত্বক উজ্জ্বল করে:
কাঁচা মরিচের অণুজীব-প্রতিরোধক্ষমতা শরীরে জীবাণু সংক্রমণ রুখতে সাহয্য করে। এ ছাড়া এতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে। ফলে তা ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল রাখে।
রোগপ্রতিরোধ ব্যবস্থা মজবুত করে:
শরীরের রোগ প্রতিরোধ-ব্যবস্থা মজবুত করতে সাহায্য করে কাঁচা মরিচ। হজমশক্তি বাড়ায়: কাঁচা মরিচ খেলে খাবার ভালো হজম হয়।
ফুসফুস সুস্থ রাখে:
প্রতিদিন কাঁচা মরিচ খেয়ে ঠান্ডা, কাশি এমনকি ফুসফুসের ক্যানসার প্রতিরোধ করা সম্ভব।
হাড় শক্তিশালী করে:
কাঁচা মরিচ টিস্যু পুনর্গঠন করে, নতুন রক্তকোষ তৈরি করে, হাড়কে সুস্থ ও শক্তিশালী করে। বয়স ধরে রাখে: যাঁরা নিয়মিত কাঁচা মরিচ খান, তাঁদের ত্বক থাকে বলিরেখামুক্ত। এটি বয়স ধরে রাখতে জাদুকরি একটি উপাদান।
ওজন কমায়: কাঁচা মরিচ বাড়তি মেদ ঝরায়। বিপাকক্রিয়ার উন্নতি করে ওজন কমানোতে সাহায্য করে। মন ভালোা রাখে: এটি মস্তিষ্কে এনডোরফিন হরমোন বাড়ায়। এই হরমোন উদ্দীপক। ফলে মন ভালো রাখতে কাঁচা মরিচ দারুন ভালো।
পাকস্থলির ক্যানসার রোধ করে:
এতে ক্যাপসাইসিন রয়েছে। তাই এটি পাকস্থলির ক্যানসার ও পাকস্থলির যেকোনো রোগ নিরাময় করে। লালা গ্রন্থিকে সক্রিয় রাখে: কাঁচা মরিচ খেলে লালা উৎপন্ন হয়, যা খাবার ভালোভাবে চিবানোতে ও হজমে সাহায্য করে।
ফ্রি র‌্যাডিকেলস কমায়:
কাঁচা মরিচে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট থাকায় এটি রক্তে ফ্রি র‌্যাডিকেলস কমায়। বিটা ক্যারোটিন নামের অ্যান্টি-অক্সিডেন্ট হৃদ্যন্ত্র কর্মক্ষম রাখে।

ক্লিনিক্যাল নিউট্রিশনিষ্ট ও কনসালটেন্ট, ল্যাব এইড লিমিটেড এবং পার্ক ভিউ হসপিটাল এন্ড ডায়াগনষ্টিক লিমিটেড। চট্টগ্রাম।