কাঁচা ধান-ফলজ গাছের সাথে এ কেমন শত্রুতা!

2

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারীতে এক ব্যক্তির ৪০ শতক ফসলি জমির কাঁচা ধান ও ফলজ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার সকালে পৌরসভার আলীপুর গ্রামের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত মো. নুরুল ইসলাম বলেন, ‘আমি বহু বছর ধরে নিজের ৩৮ শতক জমিতে ধানের চারা লাগিয়ে আসছিলাম। এছাড়া অন্য ২ শতক জায়গায় পেঁপে, আম ও নারকেলসহ নানা ফলজ গাছের চারা রোপণ করেছি। জমিতে রোপণকৃত কাঁচা ধান গাছে ফুল এবং গুটিও এসেছে। আশা ছিলো এ বছর ধান বিক্রি করে প্রায় লাখ টাকা আয় করার। কিন্তু আজ (শুক্রবার) সকালে ২০-২৫ জন দুর্বৃত্ত লাঠিসোটা, কিরিচ ও লোহার রড নিয়ে আমার জমির সব ফসল কেটে নষ্ট করে ব্যাপক ক্ষতি সাধন করে। তাছাড়া আমার ব্যক্তিগত গরুর খামারে যাওয়ার রাস্তাও কেটে ফেলে।’
এ ঘটনায় মো. নুরুল ইসলাম হাটহাজারী থানায় অভিযোগ করবেন বলে জানান। তবে এ ব্যাপারে জানতে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলামের মুঠোফোনে বারবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।