কষ্ট লাঘবে সড়ক পরিবহন আইন সংশোধন জরুরি

96

 

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খান এমপি বলেছেন, পণ্য পরিবহন সেক্টর হচ্ছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর। সড়ক পরিবহন আইন-২০১৮ পরিবর্তন নয়, বরং সংশোধন জরুরী। এ আইনে কিছু কিছু ধারা আছে যা মরার উপর খাঁড়ার ঘা। পরিবহন মালিক-শ্রমিকদের আর্থিক কষ্ট লাঘবে এ আইন সংশোধন করার জন্য ৩৪টি সংশোধনী দিয়ে সরকার ও আইন মন্ত্রনালয়ের সাথে আলোচনা হয়েছে। আশাকরি কিছুদিনের মধ্যে সুফল মিলবে। ২৩ জানুয়ারী শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর কদমতলীস্থ হাজী আবুল খায়ের মেম্বার মার্কেট চত্তরে অনুষ্ঠিত বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবেহন মালিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বক্তা বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি বলেন, পরিবহন সেক্টরে শৃঙ্খলা বজায় রাখতে মালিক-শ্রমিকের মধ্যে ঐক্য থাকতে হবে। সংগঠনের সভাপতি আলহাজ্ব মোঃ আবদুল মান্নানের সভাপতিত্বে ও মহাসচিব মোঃ নুরুল আবছারের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খান এমপি শাহজাহান খান এমপি। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গা এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি রুস্তম আলী খান, বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবেহন মালিক ফেডারেশনের প্রধান উপদেষ্টা খালেদ মাহমুদ, সড়ক পরিবহন ফেডারেশন চট্টগ্রাম ও সিলেট বিভাগের সভাপতি মৃনাল চৌধুরী। বার্ষিক প্রতিবেদন পেশ করেন বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক ফেডারেশনের মহাসচিব মোঃ নুরুল আবছার। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব দীন মোহাম্মদ। সম্মেলনে বিভিন্ন মালিক-শ্রমিক সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন অলি আহম্মদ, মোঃ মুছা, হোসের আহম্মদ, মঞ্জুরুল আলম মঞ্জু, আহসান উল্লাহ, হুমায়ুন কবির সোহেল প্রমুখ। দ্বি-বার্ষিক সম্মেলন শেষে সর্বসম্মক্রিমে আলহাজ্ব মোঃ আবদুল মান্নানকে সভাপতি, আবু বক্কর সিদ্দিককে কার্যকরী সভাপতি, আলহাজ্ব দীন মোহাম্মদকে সিনিয়র সহ-সভাপতি, মোঃ নুরুল আবছারকে মহাসচিব ও হুমায়ুন কবির সোহেলকে সিনিয়র যুগ্ম মহাসচিব করে বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবেহন মালিক ফেডারেশনের আংশিক কমিটি গঠন করা হয়। সম্মেলনে বিভাগের বিভিন্ন পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।