কল্লোল সংঘের ট্রাউজার উন্মোচন

6

চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে দীর্ঘ পদচারণা কল্লোল সংঘের। দক্ষ কর্মকর্তা ও সঠিক পরিকল্পনার সাথে সফল বাস্তবায়নে ক্লাবটি চট্টগ্রামের গÐি পেরিয়ে নিজেদের মেলে ধরছে রাজধানীতেও। ঢাকায় চলমান দ্বিতীয় বিভাগ ফুটবলে কল্লোল সংঘ নাম লিখিয়েছে সুপার-১০ এ। চ্যাম্পিয়ন হতে না পারলেও চট্টগ্রামে সদ্যসমাপ্ত অনুপ বিশ্বাস ১ম বিভাগ ফুটবলেও পেয়েছে সাফল্যের দেখা। তারই সূত্র ধরে ফুটবলারদের উৎসাহিত করতে ক্লাবের পক্ষ থেকে খেলোয়াড়দের ট্রাউজার উপহার দেওয়া হয়। গতকাল বিকালে সিজেকেএস কনফারেন্স কক্ষে এক ব্যতিক্রমী আয়োজনে ট্রাউজার উন্মোচন করা হয়। তাতে অতিথি ছিলেন ক্রীড়া সাংবাদিকরা। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও সিজেকেএস নির্বাহী সদস্য নাসির মিঞার পরিচালনায় অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক-এর জাকির হোসেন লুলু, দৈনিক আজাদীর সুলতান মাহমুদ সেলিম ও দৈনিক পূর্বকোণ-এর হুমায়ুন কবির কিরণ। ট্রাউজার স্পন্সর করেন আবুধাবীর নাজিম টার্নিং এন্ড ওয়েল্ডিং ওয়ার্কসপ-এর স্বত্বাধিকারী মো. নাজিম। অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি ছিলেন মো. সেলিম ও রাফাত হোসেন আয়াত। উপস্থিত ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ মাহবুবুল আলম রাজীব, ফুটবল চেয়ারম্যান আনোয়ারুল আনিস, সম্পাদক নুরুল আমীন হীরা, ফুটবল কমিটির সহ-সভাপতি মাসুদ পারভেজ, আহমেদ নাজিমউদ্দৌলা জুনায়েদ প্রমুখ। বিজ্ঞপ্তি