কল্যাণ পার্টি মহানগর কমিটির সমাবেশ

28

বাংলাদেশ কল্যাণ পার্টির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস বলেছেন, সরকার অযৌক্তিকভাবে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। যা সম্পূর্ণ গণবিরোধী, বেআইনী। গ্যাসের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ জনগণের জীবনে বিপর্যয় নেমে আসবে। জনগণের উপর কোন কিছু চাপিয়ে না দিয়ে জনগণের স্বার্থ দেখা উচিত। গ্যাসের দাম বাড়িয়ে এলপিজি সিলিন্ডারের দামের সমান করা হচ্ছে, অন্যদিকে গ্যাসের চাপ কমিয়ে দিয়ে মানুষকে ভোগান্তিতে ফেলা হচ্ছে। সরকার গ্যাসের দাম বাড়িয়ে নিম্ন আয়ের মানুষের মরার উপর খাড়ার ঘা হিসেবে আঘাত করেছে। এতে জনজীবনের দুর্ভোগ আরো বাড়বে, বাড়বে সার-শিল্প পণ্যের দাম-নিত্য প্রয়োজনীয় পণ্য-গণপরিবহণের ভাড়া ইত্যাদি। তিনি আজ ২ জুলাই মঙ্গলবার দুপুরে কোতোয়ালীস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ কল্যাণ পার্টি চট্টগ্রাম মহানগর আয়োজিত আবাসিক গ্যাসের দাম বৃদ্ধিসহ সারাদেশে হত্যা, খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন। মোহাম্মদ ইলিয়াস আরো বলেন, গ্যাসের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং সরকারের এই অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, কমানোর আহŸান জানিয়ে তিনি গ্যাসের মূল্য না কমালে কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারী উচ্চারণ করেন। প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর কল্যাণ পার্টির সহ-সভাপতি এড. জহুরুল হক আনসারী, সাধারণ সম্পাদক নুরুল আলম, দক্ষিণ জেলা সভাপতি এড. মোজম্মেল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস সিকদার, বন্দর থানা সভাপতি নাজমুল হুদা, কোতোয়ালী থানা সভাপতি জাহেদ আলী, বাকলিয়া থানা সেক্রেটারী এড. ইকবাল হোসেন ও প্রচার সম্পাদক সায়মন হোসেন প্রমূখ। বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন (বিইআরসি) কর্তৃক গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণাকে প্রত্যাখ্যান করেন মোহাম্মদ ইলিয়াস বলেন, গণশুনানী, গণমতকে উপেক্ষা করে এমনকি মহামান্য হাইকোর্ট গ্যাসের মূল্য বৃদ্ধির প্রয়োজন নেই উলে­খ করে গ্যাস ও বিদ্যুৎ খাতে দুর্নীতি বন্ধের ব্যাপারে তাগিদ দেয়ার পরও (বিইআরসি) এই ঘোষণা অত্যন্ত দুঃখজনক ও গণবিরোধী। এই মূল্য বৃদ্ধির ফলে দেশের সাধারণ মানুষের জীবন-যাত্রার ব্যয় বেড়ে যাবে। নি¤œ মধ্যবিত্ত ও দুঃখী মানুষের পরিবার ও সমাজে আর্থিক চাপ বৃদ্ধির ফলে জীবন যাত্রা আরো দুর্বিষহ হয়ে উঠবে। বিজ্ঞপ্তি