কল্যাণমুখী চেতনায় জাগ্রত ছিলেন কবি রবিন ঘোষ

19

 

বিশিষ্ট কবি, গল্পাকার, আলোচক, আবৃত্তিকার ও সংগঠক রবিন ঘোষের প্রয়াণে এক শোকসভা গত ৩ ডিসেম্বর নগরীর জেএমসেন হলে অনুষ্ঠিত হয়। শোকসভা উদ্যাপন কমিটির আহবায়ক এড. নৃত্যলাল খাস্তগীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড. রণজিৎ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন কবি আশীষ সেন। কবি বিজন মজুমদারে পরিচালনায় এতে আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সংগঠক বিমল কান্তি দে, প্রকৌশলী সুভাষ চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা ভানুরঞ্জণ চক্রবর্তী, প্রয়াতের ছোট ভাই ধলঘাট ইউপি চেয়ারম্যান রণবীর ঘোষ টুটুল, সমাজসেবক রণজিৎ চৌধুরী, প্রয়াতের স্ত্রী মানসী ঘোষ, এড.শিশির ভট্টাচার্য, অমৃত লাল দে, এড. রমা প্রসাদ মিত্ত, স্বপন চৌধুরী। এতে আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী প্রণব চৌধুরী, সায়েম উদ্দীন। সভায় বক্তারা বলেন, কবি একজন সমাজসচেতন ও দেশপ্রেমিক নাগরিক। সমাজের অসঙ্গতি ও নানা অবিচারের বিরুদ্ধে তিনি সবসময় সোচ্ছার ছিলেন। মুক্তিযুদ্ধের স্বপক্ষে, বঙ্গবন্ধুর আদর্শে তিনি ছিলেন তিনি ছিলেন এক লড়াকু মুজিব সারথী। সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবা ছিল তার জীবনের নৃত্যদিনের সারথী।