কলেজছাত্র হত্যার বিচার দাবি হাটহাজারীতে মহাসড়ক অবরোধ করে মানববন্ধব

3

হাটহাজারীতে কলেজ ছাত্র আবদুল্লাহ আল মামুন (২৫) হত্যাকারীদের বিচারের দাবিতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সরকার হাট বাজার এলাকায় মহাসড়কে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে হাটহাজারী উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল আলম, নিহত মামুনের চাচা সাবেক ইউপি সদস্য নাছির আহম্মদ, মো. শাহাবউদ্দিন ও নিহতের মা রাজু বেগমসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।
এ সময় মামুনের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধনে অংশ নেয়া লোকজন প্রায় আধাঘণ্টা ধরে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে রাখে। ফলে ওই মহাসড়কের চলাচলরত শত শত যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
প্রসঙ্গত, গত ২১ আগস্ট সকালে মির্জাপুর ইউনিয়নের চট্টগ্রাম-নাজিরহাট রেললাইনের সরকারহাট রেলস্টেশন এলাকার মাইট্টাপুল সংলগ্ন মরা ছড়ার পাশে ধান ক্ষেত থেকে কলেজ ছাত্র মামুনের মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। নিহত মামুন ওই ইউনিয়নের মইগ্যার হার্টের পশ্চিমে মোমেন শাহ বাড়ির মৃত মহিউদ্দিন কন্ট্রাক্টরের ছেলে।
এদিকে, হত্যাকান্ডের ঘটনায় নিহতের মা রাজু বেগমের দায়ের করা মামলায় সন্দেহজনকভাবে গ্রেপ্তারকৃত তিনজনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ৫ সেপ্টম্বর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক জয়ন্তী রাণী রায় এ রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন, মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মােমেন শাহ বাড়ির আমিনুল হকের পুত্র মো. আজিজুল আমিন প্রকাশ সরফরাজ (২৬), একই বাড়ির আবুল কাশেমের পুত্র ইমতিয়াজ হোসেন (২৫) এবং উক্ত ওয়ার্ডের দেলা মিয়া তালুকদার বাড়ির মৃত ফকির আহম্মদের পুত্র আবদুল শুক্কুর (৩২)।