কলাউজানে মা সমাবেশ

8

লোহাগাড়ার পূর্ব কলাউজান বণিকপাড়ায় স্বামী চিন্তাহারী গীতা শিক্ষা নিকেতনের উদ্যোগে মা সমাবেশ গত ২৭ মে প্রদর্শন ধরের সভাপতিত্বে লোকনাথ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণী। প্রধান বক্তা ছিলেন বাগীশিক লোহাগাড়া উপজেলা সংসদের সিনিয়র সহ-সভাপতি ডা. মধু কান্তি দাশ। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন নারী সংগঠক শিউলী পাল। শুরুতে গীতাপাঠ করেন সমান্বিতা পাল। স্বাগত বক্তব্য দেন সংগঠক পলাশ ধর। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক লোহাগাড়া সংসদের শিক্ষা বিষয়ক সম্পাদক প্রেমানন্দ দাশ, নির্বাহী সদস্য অমিত দে, মুন্না নাথ, রুবেল নাথ। উপস্থিত ছিলেন অরূপ ধর, শিবু ধর, রাসেল ধর, বিপ্লব ধর, অমল ধর, সুমন শীল, রুবেল ধর, অন্তু ধর প্রমুখ। অনুষ্ঠানে গীতা কেন্দ্র মনিটরিং করার জন্য ২১ সদস্য বিশিষ্ট একটি মাতৃ কমিটি গঠন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে পলাশ কান্তি নাথ রণী বলেন, সমাজ ও সভ্যতার উন্নয়নে মায়েদের ভূমিকা অনস্বীকার্য। পরিবারে মা-ই সন্তানের কাছে প্রথম ও প্রধান শিক্ষক। সন্তান লালন-পালন ও পরিচর্যা করতে গিয়ে সন্তানের সাথে মায়ের নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। সে মা-ই সন্তানকে সুশিক্ষা দিয়ে আদর্শ নাগরিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। বিজ্ঞপ্তি