কলাউজানে মা মগধেশ্বরী মন্দিরের সেবানুষ্ঠান

23

 

লোহাগাড়া উপজেলার কলাউজানে সার্বজনীন শ্রী মা মগধেশ্বরী সেবাখোলা মন্দির প্রতিষ্ঠা ও সেবানুষ্ঠান গত ২৯ মার্চ উত্তর কলাউজান বোয়ালিয়ারকুলস্থ মাঠ প্রাঙ্গণে মৃণাল দাশ মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। নয়ন দাশ ও তপু দাশের যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কলাউজান রাধাকৃষ্ণ মন্দির ও মহোৎসব উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক ধূর্জ্জুটি প্রসাদ দাশ। মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন মৃদুল চৌধুরী। মহান অতিথি ছিলেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন তপন কান্তি দাশ। উদ্বোধক ছিলেন কলাউজান মহোৎসব উদযাপন পরিষদের সাবেক সাধারন সম্পাদক টিটো দাশ মহাজন। প্রধান বক্তা ছিলেন লোহাগাড়া উপজেলা পূজা পরিষদের সহ-সভাপতি ডা. রিটন দাশ। বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পূজা পরিষদের সভাপতি প্রসেনজিৎ পাল, লোহাগাড়া উপজেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি সুমন মজুমদার হিরো, জাতীয় গীতা পরিষদ লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি শিক্ষক দিপক ভট্টাচার্য, লোহাগাড়া উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক নরেন দাশ, প্রভাষক রিটন কান্তি সুশীল ও শিক্ষক বাবু কান্তি দাশ।
উপস্থিত ছিলেন অনুপ দাশগুপ্ত, ধীমান নন্দী, সমীর কান্তি দাশ, প্রশান্ত দাশ মহাজন, জহরলাল দাশ, শিমুল দাশ, হীরালাল দাশ, রতন দাশ, শুভঙ্কর দাশ, নেহেরু দাশ প্রমুখ। বিজ্ঞপ্তি