কলাউজানে গীতা শিক্ষালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব

17

 

লোহাগাড়ার উত্তর কলাউজান-তেলিবিলা চরম্বা শ্রীশ্রী ব্রহ্মময়ী কালী মন্দির গীতা শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল ২১ অক্টোবর উদযাপিত হয়েছে। এই উপলক্ষে মন্দির প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল- শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার ও শিক্ষা সামগ্রী বিতরণ। অনুষ্ঠান উদ্বোধক ছিলেন বাগীশিক লোহাগাড়া উপজেলা সংসদের উপদেষ্টা শিক্ষাবিদ সুনীল কুমার চৌধুরী বিএসসি। উত্তর কলাউজান-তেলিবিলা চরম্বা ব্রহ্মময়ী কালী মন্দির গীতা শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মিন্টু দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণি।
প্রধান বক্তা ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের সহ-সভাপতি শিক্ষক শ্যামল বৈদ্য। বাগীশিক লোহাগাড়া উপজেলা সংসদের শিক্ষা বিষয়ক সম্পাদক প্রেমানন্দ দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাগীশিক দক্ষিণ জেলা সংসদের সহ-সভাপতি সুলাল ধর, লোহাগাড়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজু ধর, ইউপি সদস্য বশিরুল আলম, বাগীশিক লোহাগাড়া উপজেলা সংসদের সভাপতি ডা. সুকুমার নাথ, কর্মকর্তা ডা. মধু কান্তি দাশ, রনজিত দাশ নটু, ডা. তাপস দাশ, অরুন পাল, রুবেল দাশ, শিমুল দেবনাথ, সুজন শীল, ডা. কৃষ্ণানন্দ দেবনাথ, দয়াল দাশ, মুকুল দত্ত, অসিত কান্তি দে, পলাশ ধর, সমীর দেবনাথ, রণি দাশ, মাস্টার হারাধন দাশ, অমল দাশ, নিবেদন কর্মকার, লিটু ধর, কনক ধর, শিক্ষক পলাশ দাশ, সুব্রত দেবনাথ, সুব্রত দাশ, অসীম দাশ, সহ-সভাপতি বাবলা দাশ, ডা. অঞ্জন দাশ, কল্যাণ দত্ত, খেলন দত্ত, সুদীপ্ত দাশ, সুমন দাশ, টিটু দাশ, সজল দাশ, গীতা শিক্ষক ধ্রুব চৌধুরী, ডা. সুমী নাথ, হ্যাপী দেবী, জয়া দেবী, সবুজ ভট্টাচার্য্য, সৌমেন দত্ত ও ধনঞ্জয় দাশ প্রমুখ। গীতা প্রতিযোগিতায় প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি