কলম একাডেমি লন্ডনের কবি সমাবেশ

4

 

গত ৮ এপ্রিল কলম একাডেমি লন্ডন এর চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে কবি সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সি আর বি এলাকা অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন কলম একাডেমি লন্ডন এর প্রতিষ্টাতা পরিচালক সুদূর লন্ডন থেকে আগত সবার প্রাণ প্রিয় কবি, সাহিত্যিক, গবেষক, বিশিষ্ট শিক্ষাবিদ, বহুমুখী প্রতিভার অধিকারী সাহিত্যের বাতিঘর উপাধি প্রাপ্ত অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী। চট্টগ্রাম জেলা কমিটির অভিষক উপলক্ষে কাব্যমণি করুণা আচার্য এর সভাপতিত্বে সভার কার্যক্রম শুরু করেন প্রতিষ্ঠিত শিশু সাহিত্যিক ও এডভোকেট সুসেন কান্তি দাশ। অনুষ্ঠানের শুরুতে কোরান তেলওয়াত করেন কবি ও বীর মুক্তি যোদ্ধা মোহাঃ আরিফুর রহমান আরিফ। তারপর পরিচয় পর্ব শেষে শুভেচ্ছা বক্তব্য দেন কবি ও গল্পকার কবির কাঞ্চন। কলম একাডেমি লন্ডন এর উপর বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি কবি কুতুবউদ্দিন বখতেয়ার, কবি ও গল্পকার বিপুল বড়ুয়া, কেন্দ্রীয় উপদেষ্টা জিতেন্দ্র লাল বড়ুয়া, বিশিষ্ট ছড়া সাহিত্যিক ও সম্পাদক অমিত বড়ুয়া, ডা. প্রনব প্রসাদ দাশ, কবি ও সাংবাদিক সুলতান মাহমুদ সেলিম, ইউনুস মেহেদী, মোহাম্মদ বেলাল হোসেন সিরাজী। ইসলামী গান পরিবেশন করেছেন গীতিকার ও সুরকার হোসাইন ইব্রাহীম, গজল পরিবেশন করেছেন কবি পারভীন আক্তার। মারফতি গান পরিবেশন করেছেন কবি ও গীতিকার আবদুল হাকিম। বিজ্ঞপ্তি