কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার

17

চট্টগ্রাম ৮ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। বাংলাদেশের এমপিও ভুক্ত ৩২১টি কলেজ সরকারি করা হয়েছে, সাথে প্রায় ১৫ হাজার শিক্ষককে জাতীয়করন করা হয়েছে। শিক্ষকদের সম্মানি বাড়ানো হয়েছে। কলেজগুলোকে নতুন ভবন দিয়ে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। বাংলাদেশে শিক্ষার মান বাড়ানো, শিক্ষার্থী ঝরে না পড়ার জন্য শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান, কর্মমূখী শিক্ষার ব্যবস্থাসহ বিভিন্ন সুযোগ-সুবিধার ব্যবস্থার করেছে। বর্তমানে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের সুযোগ যেমন বেশি তেমনি বিপথে যাওয়ারও সুযোগ রয়েছে, তাই শিক্ষকরা ক্লাসে প্রতিদিন ক্লাস আওয়ারে ৫ মিনিট নৈতিক ও ধর্মীয় শিক্ষার ব্যাপারে জ্ঞান দিলে শিক্ষার্থীরা নৈতিক জ্ঞান সমৃদ্ধ হবে এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাঙালি কালচারের ব্যাপারে আলোচনা করলে সঠিক ইতিহাস জানতে পারবে। গত ১৩ অক্টোবর লালখানবাজারস্থ মোছলেম উদ্দিন আহমদ এমপির বাসভবন প্রাঙ্গণে পাঁচলাইশ ওয়ার্ডস্থ সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের শিক্ষকদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিরিন আক্তার চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অত্র কলেজের শিক্ষকদের মধ্যে নাসরীন বেগম, কাজী আজিজা বেগম, শামীম আরা বেগম, জোবাইদা খাতুন, জিন্নাত আরা চৌধুরী, মো. খালেদ, ফরিদ আহমদ, মিল্টন রায় চৌধুরী, মো. আনোয়ার হোসেন, শেখ মাহবুবুল বশর চৌধুরী, কলেজের ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা ভিপি আবু সাদাত মো. সায়েম প্রমুখ।