কর্মজীবী নারীদের টার্গেট করে ছিনতাই, আটক ২

7

নিজস্ব প্রতিবেদক

সন্ধ্যার পর সিএনজিচালিত অটোরিকশায় চড়ে কর্মজীবী নারীদের ব্যাগ ছিনিয়ে নেয়া-ই তাদের টার্গেট। গত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে চট্টগ্রামের বায়েজিদের বিএসআরএম মোড়ে এক ব্যক্তির ব্যাগ ছিনিয়ে নিতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে এই ছিনতাইকারী চক্রের দুই সদস্য। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহৃত দু’টি কিরিচ।
গ্রেপ্তারকৃতরা হলেন, বোয়ালখালী উপজেলার পূর্ব চরণদ্বীপের ইউফুফজানের বাপের বাড়ির মো. ইসমাইলের ছেলে মো. ইউসুফ প্রকাশ ইলিয়াছ (৩২) এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট এলাকার কাঁঠাল বাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে মো. সুমন মিয়া (২৭)। ইউসুফ চান্দগাঁও থানার কামাল বাজার এলাকার ইয়াকুব কলোনীতে আর সুমন মিয়া কর্ণফুলী থানার মইজ্জারটেক এলাকার ভাড়া বাসায় থাকেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১০ টার দিকে বায়েজিদের বিএসআরএম মোড়ে এক ব্যক্তির ব্যাগ টান দিয়ে একটি সিএনজি অটোরিকশায় চড়ে পালিয়ে যাচ্ছিলো ছিনতাইকারীরা। চিৎকার শুনে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা ধাওয়া করে মিটার মোড় থেকে তাদের আটক করে। পরে তাদের গাড়ি তল্লাশি করে দু’টি কিরিচ উদ্ধার করা হয়।
২০০৫ সাল থেকে নগরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ে জড়িত তারা। জেলে থেকে সখ্যতা বাড়ে টানা পার্টিদের সঙ্গে। জেল থেকে মুক্ত হয়ে তাদের সঙ্গে আবারো নেমে পড়ে ছিনতাইয়ে। ২০১৮ সালের ২৬ ফেব্রæয়ারি খুলশী থানার জাকির হোসেন রোডে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বৃটিশ নাগরিক জুলিয়া ডেভিসের ব্যাগ ছিনতাই করে। পরে বাম হাতে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু জেল থেকে বের হওয়ার পর নতুন সদস্যদের নিয়ে আবারো ছিনতাই শুরু করে।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, বায়েজিদ মোড়ে ছিনতাই করে পালানোর সময় ধাওয়া দিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন হামকা গ্রæপের সদস্য। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ২২টি মামলা রয়েছে। দু’জনকেই আদালতে পাঠানো হয়েছে।