কর্মচারী ও সুফলভোগীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

9

লংগদু প্রতিনিধি

রাঙামাটির লংগদু উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পর্যায়ে ক্ষুদ্রঋণ কর্মসূচী বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও সুফলভোগীদের দক্ষতা উন্নয়নে (১৮-১৯ মে) দুই দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ মে লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণের মধ্যদিয়ে শেষ হয়েছে। এতে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমশিনার (ভূমি) জনি রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক বিশ্বজিৎ চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা। সমাজসেবা অধিদপ্তরের ক্ষুদ্রঋণ কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ ও কার্যক্রমে গতিশীলতা আনায়নের লক্ষে এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য বলে বক্তারা জানান। শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সুবিধাভোগীদের মাঝে সনদপত্র প্রদান করা হয়।