কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে

24

রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের সাবেক সভাপতি রোটারিয়ান জাহাঙ্গীর আলম জীমের পিতা মো. আব্দুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত হয় সম্প্রতি। সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন। তিনি বলেন কর্মই মানুষকে বাঁচিয়ে রাখে। মানুষ পৃথিবীতে এসেছে মানবতার কল্যাণে কাজ করার জন্য। আর কাজের মাধ্যমেই মানুষ পৃথিবীতে অমর হয়। তিনি রোটারিয়ানদের মানবকল্যাণে কাজ করার জন্য প্রশংসা করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন রোটারি আন্তর্জাতিক জিলা ৩২৮২ এর মাননীয় গর্ভণর আতাউর রহমান পীর। তিনি বলেন রোটারিয়ানরা মানবতার কর‌্যাণে কাজ করে যাচ্ছে এবং প্রতি বছর এ কাজের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন লে: গর্ভণর রোটারিয়ান মাহফুজুল হক, ডেপুিট গর্ভণর রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু, রোটারি ক্লাব অব জালালাবাদের আর সিসি রোটারিয়ান মাসুদ আহমেদ চৌধুরী, রোটারি ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের নাজমুল আহসান রবিন, অতীত সভাপতি রোটারিয়ান জাহাঙ্গীর আলম জীম, রোটারিয়ান আরশাদ চৌধুরী, অতীত সভাপতি রোটারিয়ান মো: নাছির উদ্দিন, সভাপতি রোটারিয়ান নাদিরা বেগম শিল্পী, সভাপতি ইলেক্ট রোটারিয়ান মো: আব্দুর রাজ্জাক, সচিব রোটারিয়ান জোবায়দুর রশিদ রনি, সহ-সভাপতি রোটারিয়ান সাইফুল ইসলাম, সহ সভাপতি রোটারিয়ান মাসুদুর রহমান মজমুদার সহ অন্যান্য রোটারিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি