কর্নাটককে উড়িয়ে জিতলো বাংলাদেশ

31

ডক্টর কে থিম্মাপ্পিয়া মেমোরিয়াল টুর্নামেন্ট বা মিনি রঞ্জি ট্রফির তৃতীয় ম্যাচে ১০ উইকেটের বিশাল জয় পেয়েছে মুমিনুল হকের নেতৃত্বধীন বিসিবি একাদশ। বিসিবি একাদশের প্রতিপক্ষ ছিল কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন সেক্রেটারি একাদশ। চার দিনের ম্যাচের তৃতীয় দিন জয় তুলে নেয় বিসিবি একাদশ।
এম চিন্নাস্বামী স্টেডিয়ামে কর্নাটক সেক্রেটারি একাদশ টস হেরে ব্যাটিংয়ে নেমে পেসার শহীদুল ইসলাম, এবাদত হোসেন আর আরিফুল হকের বোলিং তোপে অল্পতেই গুটিয়ে যায়। বিসিবি একাদশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ৪১ ওভারে মাত্র ৭৯ রানে অলআউট হয়ে যায় কর্নাটক সেক্রেটারি একাদশ। বিসিবি একাদশ নিজেদের প্রথম ইনিংসে ১০২.৩ ওভারে সব উইকেট হারিয়ে তুলেছে ৩৩৪ রান। দ্বিতীয় ইনিংসে ৩৪০ রান তুলে অলআউট হয় স্বাগতিক দলটি। বিসিবি একাদশের সামনে জয়ের টার্গেট দাঁড়ায় ৮৫ রান। ২৪.১ ওভারে কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে সফরকারীরা। সাদমান ইসলাম ৫২ রানে অপরাজিত থাকেন। জহুরুল ইসলাম অপরাজিত থাকেন ৩২ রান করে।
আগের দুটি ম্যাচ ড্র হয়েছিল।