কর্ণফুলী সেতুর দৃশ্যমান সেই ক্ষত সারিয়ে তোলা হল

46

নিজস্ব প্রতিবেদক

কর্ণফুলী সেতুর একটি পিলারের টানা বিমে ফাটলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গতকাল পত্রিকায় সংবাদ প্রকাশের পরই ফাটল মেরামত করে কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে সৃষ্ট ফাটল সারানো হয়েছে বলে জানিয়েছেন সেতুর টোল ম্যানেজার।
এ নিয়ে গতকাল দৈনিক পূর্বদেশের প্রথম পাতায় ‘কর্ণফুলী সেতুর টানা বিমে ফাটলের গুজব’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। একইদিন দুপুরে তা মেরামত করেন সংশ্লিষ্টরা।
প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, দুপুরে সেতুর উপরে কয়েকজন বন্ধু আড্ডা দেয়ার সময় হঠাৎ ফাটলটি তাদের দৃষ্টিগোচর হায়। তারা ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। এতেই আতঙ্কের সৃষ্টি হয়। পরে আজকে (মঙ্গলবার) তা মেরামত করা হয়। এ বিষয়ে কর্ণফুলী সেতুর টোল একাউন্টস ম্যানেজার জিকরুল হাসান সোহেল বলেন, মজবুত তারের উপরের পাইপের স্ট্র্যাপিং উঠে যাওয়াতে ভেতরের অংশ দেখা গিয়েছিল। আমরা বিষয়টি জানার পর দ্রæত নির্বাহী প্রকৌশলীকে অবহিত করি।