কর্ণফুলী নদীতে অগ্নিদগ্ধ মাঝি মারা গেলেন

3

পটিয়া প্রতিনিধি

কর্ণফুলী নদীতে অগ্নিদগ্ধ মাঝি শেরজান খাঁন প্রকাশ শের দিল খাঁন (৪১) ৫ দিনপর মৃত্যুবরণ করেছেন। গত ১৬ এপ্রিল তিনি একটি তেলের জাহাজে খাবার পানি সরবরাহ করতে গিয়ে আগুনে দগ্ধ হন। গতকাল রবিবার দুপুর ১ টার দিকে ঢাকাস্থ শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কলাতলী এলাকার নুরুল ইসলাম খানের ছেলে।
সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ একরামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল কর্ণফুলী নদীর চরপাথরঘাটা পুরাতন ব্রিজঘাট এলাকায় একটি জাহাজে খাবার পানি সরবরাহ করার সময় ড্রামের পোড়া তেলে আগুন লাগে। এ সময় শের দিল খাঁন ও মো. লোকমান অগ্নিদগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
দুইদিন পর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শের দিল খাঁনকে ঢাকায় পাঠানো হলে সেখানে রবিবার তিনি মারা যান।