কর্ণফুলী উপজেলা ঐক্য পরিষদ সম্মেলন অনুষ্ঠিত

26

হাজার বছর ধরে এদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান পাশাপাশি বসবাস করে আসছে। ১৯৭১ এর মুক্তিযুদ্ধের সময়, ’৭৫ এর বঙ্গবন্ধুর হত্যার পর সংবিধানের পঞ্চম সংশোধনী, ৮ম সংশোধনী সংযোজন করে এদেশে মুসলমান ছাড়া অন্যদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করা হয়েছে। গণতান্ত্রিক দেশে অনেক সম্প্রদায় যেখানে বসবাস করে, সেখানে শুধুমাত্র একটি সম্প্রদায়কে আস্থায় নিলে দেশের পরিণতি হবে ভয়াবহ। সেই আস্থাহীনতার জন্য ১৯৪৭ এ ভারত-পাকিস্তানের সৃষ্টি, ১৯৭১ এ বাংলাদেশ সৃষ্টি। তাই বৈষম্যহীন অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থাই পারবে বাংলাদেশকে উন্নতির চরম শিখরে আরোহন করাতে। ১৭ ফেব্রæয়ারি সকাল ১০টায় কর্ণফুলী উপজেলাধীন ফকিরনীর হাটে একটি কমিউনিটি সেন্টারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কর্ণফুলী উপজেলা শাখার ১ম ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় প্রাবন্ধিক, কবি, বুদ্ধিজীবী আবুল মোমেন একথা বলেন।
কর্ণফুলী ঐক্য পরিষদ আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা রাজেন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন উদ্বোধন করেন কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঐক্য পরিষদ প্রেসিডিয়াম মেম্বার প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু, বীর মুক্তিযোদ্ধা এম.এন ইসলাম, দক্ষিণ জেলার সভাপতি তাপস হোড়। সদস্য সচিব রাখাল নাথের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার চৌধুরী এবং অতিথি ছিলেন সহ-সভাপতিবৃন্দ বিমল মিত্র, এড. চন্দন বিশ্বাস, সুভাষ চৌধুরী, যুগ্ম সম্পাদক চেয়ারম্যান তাপস কান্তি দত্ত, তাপস কুমার দে, সাংগঠনিক সম্পাদক রাজীব দাশ, অর্থ সম্পাদক সঞ্জয় দে, প্রচার সম্পাদক জয়প্রকাশ দত্ত। বক্তব্য দেন যোসেফ ডি সিলভা, মিলি রোজারিও, মহিলা মেম্বার শিপ্রা দে, লায়ন সন্তোষ নন্দী, মাধাই চন্দ্র নাথ, অনুপ দাশ, রামচন্দ্র দাশ সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ। উদ্বোধক কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক বাংলাদেশে যতদিন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন ততদিন সাম্প্রদায়িক শক্তি ও জঙ্গীগোষ্ঠীকে উঠতে দেওয়া হবে না। প্রয়োজনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সম্মিলিতভাবে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ অধিকার ও অস্তিত্ব লড়াইয়ের সংগ্রামে শামিল হওয়ার জন্য আহŸান জানান। পরবর্তীতে কর্ণফুলী উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে একটি বিষয় নির্বাচনী কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি