কর্ণফুলীর মইজ্জ্যারটেকে মারামারির ঘটনায় দুই বেয়াই প্রধান আসামি

51

কর্ণফুলীর মইজ্জ্যারটেকে দুই দফায় মারামারির ঘটনায় অভিযোগ থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। গৃহবধূকে স্বামীর ঘরে ফিরিয়ে নেয়া ও শালিসকারক মনোনয়ন নিয়ে বিরোধের জেরে কর্ণফুলীর মইজ্জ্যারটেকে মারামারির ঘটনা ঘটে। গত বুধবার সকাল ১০টার ঘটনায় চরপাথরঘাটার মোহাম্মদ নাছির বুধবার সকালে শিকলবাহার সিডিএ’রটেস্থ তার বেয়াই ছালে আহমদকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন। বেলা ১২টায় দ্বিতীয়বারের ঘটনায় ছালে আহমদ (৬০) আহত হয়ে সংজ্ঞাহীন অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি হওয়ার পর রাতে তার স্ত্রী চরপাথরঘাটাস্থ বেয়াই মোহাম্মদ নাছিরকে প্রধান আসামি করে পাল্টা অভিযোগ দায়ের করেন। উল্লেখ্য, গত বুধবার মইজ্জ্যারটেকস্থ ইউনুচ মার্কেট এলাকায় সকাল ১০ টা এবং দুপুর ১২টায় মইজ্জ্যারটেক মোড়ে দুই দফায় মারামারির ঘটনায় ছালে আহমদ (৬০) গুরুতর আহত হয়। ওই ঘটনায় আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় মোহাম্মদ নাছিরের পুত্র মঞ্জুর আলমও আহত হয় বলে জানা যায়। আহত ছালে আহমদের স্ত্রী জয়নাব বেগম বুধবার রাতে কর্ণফুলী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাতে তার বেয়াই তথা ছেলের শ্বশুর মোহাম্মদ নাছিরকে প্রধান আসামি করেন। অন্য আসামিরা হলেন মোহাম্মদ নাছিরের পুত্র মঞ্জুর আলম ও নাঈম উদ্দিন। কর্ণফুলী থানার এস আই মোহাম্মদ বেলাল জানান, উভয় পক্ষের লিখিত অভিযোগ তদন্তের জন্য তাকে দায়িত্ব দেয়া হয়েছে। দুই পক্ষের বিষয়টি তদন্ত চলছে। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।